১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
তুহীন বিশ্বাস

পাংশুটে শহর

-

পাংশুটে শহর...
দেয়া-নেয়ার হিসাবটা বড্ড অদ্ভুত
ধুলো বায়ুতে অক্সিজেন নিরুদ্দেশ;
উচ্ছ্বাস আর মৃত্যু যন্ত্রণা পাশাপাশি
নিয়ন আলোয় আমিও পাল্টে যাই।

এ শহরের চরিত্রগুলো গিরিগিটির মতো
দিনের সাধু অন্ধকারে অচেনা লাগে;
সম্পর্কগুলো পরিমাপ হয় নিক্তিতে
দশচক্রে নিখোঁজ হই প্রতিমুহূর্তে।

চলো যাই...
ওই সবুজের ছোঁয়ায় সোঁদা মাটির গন্ধে
নির্মল প্রকৃতির সাথে ভালোবাসার ছন্দে।


আরো সংবাদ



premium cement