১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
তাহমিদ হাসান

স্বৈরিণী, বিপ্লবী ও বাস্তবতা

-

হেমন্তের হিমেল হাওয়ায় নেই আজ সবুজ
শস্যের ঘ্রাণ, নেই অতিথি পাখিদের কোলাহল;
শৈল্পিক দুর্ভিক্ষ দরজায় দাঁড়ায়ে, তবু প্রবল
প্রতাপে আমরা সাজাই পাতকী প্রেমের ত্রিভুজ।

একদা রাস্তায় রক্ত ঝরানো বীর বিপ্লবীগণ,
কেহ আজ নষ্ট নীতির দালাল, কারো কণ্ঠস্বরে
বাজে ম্রিয়মাণ মিউ; আর আমাদের জ্ঞানের ঘরে
সংগোপনে বাসা বেঁধেছে সুচতুর পাইথন।

অতএব, সাধু তোমরা সাবধান; দিনে যাহারা
সত্য-সন্ন্যাসী, সন্ধ্যায় তাহাদের গোপন গুহায়
বসে সুন্দরী স্বৈরিণী ও মায়াবী মদিরার হাট।

কদাকার কিঙ্কর কুৎসিত কায়দায় পাহারা
দেয় আমাদের পবিত্র পাঠশালা পাওয়া যায়
তাহার কাছে সততার সনদ বিশুদ্ধ বিরাট !


আরো সংবাদ



premium cement