১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সুজন শান্তনু

ঘূর্ণিনাচ

-

অতঃপর তুমি
শামস্ তাবরিজের মত পথের ধূলোয় রেখে দিয়ে এশকের মেশকে আম্বরের ঘ্রাণ
হাওয়ার হরকরার সাথে চলে যাবে উপত্যকার ওপারে গন্তব্যহীন আড়ালে;
মেঘের ভেতর বুলডোজার চালিয়ে মেঘ সেই এশকের বিজলি জ্বালালে
নদীরা ফিরিয়ে দেবে মেঘ, মেঘেরা ঝর্ণা
ঝর্ণার পাহাড়ি হৃদয়- ফিরিয়ে দিতে পারে না কিছুই, তাই সে বৃষ্টির সতীন;
এবার খোলো আলখাল্লা-
ঘূর্ণিনাচ থেমে গেলে আগুনে পুড়ে যাবে এই পানশালা,
তখন বরফের উপর রক্তবমি করতে করতে একজন উন্মাদ তাতে প্রিয়তমার ছবি এঁকে উধাও হবে,
তাকে খোঁজো, সে-ই বাতলে দেবে- কোন পথে গেলে পাবে এশকের খতিয়ান;
কবি হতে গেলে হারানোর ব্যথা থাকে শতভাগ,
এভাবেই রুমি...।


আরো সংবাদ



premium cement