১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রুহুল আমিন রোদ্দুর

সমুদ্র আমাকে ডেকেছিল

-

ধরিত্র আমাকে ডেকেছিল
আমি পুনরুত্থানের কথা ভেবে ধরিত্রের কাছে যাইনি।
পাহাড় আমাকে ডেকেছিল
একাকিত্ব আর ছুঁব না বলে পাহাড়ের কাছে যাইনি।
ঝর্ণার খল খল আনন্দ আমাকে ডেকেছিল
আনন্দের সাথে বেমানান বলে আমি আনন্দের কাছেও যাইনি
সাহারা আমাকে ডেকেছিল
সাহারার নিঃসঙ্গ শূন্যতা নিয়ে নিঃশব্দে একটা জীবন
বসে আছি বলেই সাহারার কাছেও যাইনি
শেষবার দেখতে তুমিও আমাকে ডেকেছিলে
অশ্রু লুকাতে পারি না বলে আমি তোমার কাছেও যাইনি
সমুদ্র আমাকে ডেকেছিল
সমুদ্রের জল জোগাতে আমি শুধু সমুদ্রের কাছেই গিয়েছিলাম।


আরো সংবাদ



premium cement