ইন্টারন্যাশনাল বুকারে ১২ দেশের ১৩ বই
- আহমদ মতিউর রহমান
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশিত হয়েছে। ১৩ জন লেখকের লেখা বই আছে তালিকায়। এবারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছেন ১২টি দেশের ১৩ জন লেখক-লেখিকা। ইতালির আছেন দু’জন। আছে ইউক্রেন, আর্জেটিনা, ব্রাজিল থেকে শুরু করে পেরু পর্যন্ত। এশিয়ার মাত্র একটি দেশ দক্ষিণ কোরিয়া আছে তালিকায়। আছেন আলবেনিয়ার খ্যাতিমান লেখক ইসমাইল কাদারে। ২০০৫ সালে দেয়া প্রথম ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারটিও পেয়েছিলেন তিনি। বলতে গেলে বুকার পুরস্কারে ফিরে এলেন ইসমাইল কাদারে। ২০০৫ সাল থেকে দেয়া হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। আর মূল বুকার পুরস্কার দেয়া হচ্ছে ৫০ বছরেরও বেশি সময় ধরে। নোবেল পুরস্কারের পর বুকার পুরস্কার বিশে^র সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কার। এ বছরের পরিসংখ্যানটি দেখা যাক। এ বছর ১৪৯টি বই জমা পড়ে। ২০১৬ সালে নতুন ফরম্যাটে এই পুরস্কার চালুর পর এটি বইয়ের সবচেয়ে বড় সংখ্যা। ৩২টি ভাষার বই এ বছর স্থান পেয়েছে, গত বছর ছিল ২৭টি ভাষার বই। বই ও ভাষার সংখ্যা বাড়ছে। এ বছর লংলিস্টে আছেন ইউক্রেনের লেখক আন্দ্রে কুরকভের বই ‘দ্য সিলভার বোন’, ভেনিজুয়েলার রডরিগো ব্লাংকো ক্যালডেরনের বই ‘সিমপাটিয়া’ আর্জেন্টিনার সেলভা আলমাদার বই ‘নট এ রিভার’ পেরুর গ্যাব্রিয়েলা উইনারের বই ‘আনডিসকভার্ড’ পোল্যান্ডের উরসুলা হোনেকের বই ‘হোয়াইট নাইটস’ দক্ষিণ কোরিয়ার হোয়াং সক ইয়ংয়ের বই ‘ম্যাটার ২-১০’ নেদারল্যান্ডসের জেন্টে পোশতুমাসের বই ‘হোয়াট আইড র্যাদার নট থিংক অ্যাবাউট’, ব্রাজিলের ইটামার ভিয়েরা জুনিয়রের বই ‘ক্রুকড প্লাউ’ ইতালির ডোমেনিকো স্টারননের বই ‘দ্য হাউজ অন ভায়া জেমিতো, ইতালিরই আরেকজন ভেরোনিকা রাইমোর বই ‘লস্ট অন মি’ আলবেনিয়ার ইসমাইল কাদারের বই ‘এ ডিক্টেটর কলস’ জার্মানির জেনি এরপেনবেকের বই ‘কাইরোস’ সুইডেনের ইয়া জেনবার্গের বই ‘ দ্য ডিটেইলস’। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বইগুলো এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড, যা লেখক ও অনুবাদক উভয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হয়। এ ছাড়াও সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিটি বইয়ের জন্য পাঁচ হাজার পাউন্ড পুরস্কার রয়েছে : লেখকের জন্য আড়াই হাজার এবং অনুবাদকের জন্য আড়াই হাজার পাউন্ড। বিজয়ী লেখক পাবেন মোট ৫৫ হাজার পাউন্ড পুরস্কার। আগামী ৯ এপ্রিল ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের ছয়টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২১ মে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা