১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আর কে শাব্বীর আহমদ

তোমার সুবাস

-

তুমিহীন জীবন যেন শূন্য আকাশ
বিরহ-ব্যথা মুছে নিক ভোরের বাতাস
আশার প্রদীপ জ্বলুক।

শিউলি বকুলেরা হেসে উঠুক
রাতের হাসনাহেনা হৃদয়ে ফুটুক
মেঘের নূপুর বাজুক।

সূর্যের প্রেম লুফে নিক শিশির কণারা
তোমার সুবাস ছড়াক গোলাপ কুঁড়িরা
হৃদয়-কুসুম ফুটুক।

ভোরের রোদে মিষ্টি আলো আসুক
জোছনা মেয়ে রুপোর হাসি হাসুক
ময়ূর পেখম মেলুক।

প্রেমের অশ্রু ঝরুক সমান সমুদ্দুর
স্মৃতির সানাই বাজুক কোকিলসম সুর ॥


আরো সংবাদ



premium cement