প্রাণের বইমেলা
- তোফায়েল আরিফ
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অমর একুশে বইমেলা দীর্ঘ এক বছর অপেক্ষার পর আবারো শুরু হয়েছে। বইমেলা আমাদের প্রাণের মেলা। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানেও শুরু হয়েছে বইমেলা। এই মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস।
এটি শুধু বইমেলা নয়, এটি প্রতিটি লেখক ও প্রকাশকের মিলনমেলাও। প্রতিদিন প্রকাশিত হচ্ছে নতুন বই, পাঠকের হাতে হাতে নতুন বইয়ের সমাহার। মেলার প্রতিটি স্টলে ছড়িয়ে পড়েছে নতুন বইয়ের গন্ধ। সে এক অন্যরকম ভালোলাগা, দেখলেই মন ছুঁয়ে যায়।
বইমেলা মানে জ্ঞানের মেলা। এখানে শুধু বই বিক্রিই হয় না বরং সাহিত্যপ্রেমীদের জ্ঞানের আদান-প্রদান করার একটি মাধ্যম। আস্তে আস্তে এই মেলা আরো বেশি পরিচিত হচ্ছে, বেড়েছে লেখক ও পাঠক। এটা আমাদের জাতির জন্য গর্ব। বই মানুষের জীবনের অন্যতম অংশ। বইবিহীন জীবনে অপূর্ণতার ছায়া পড়ে থাকে। মানুষের চিন্তাভাবনা প্রতিভা মেধার বিকাশ ধর্মীও অনুপ্রেরণা রাষ্ট্র পরিচালনা পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য বইয়ের কোনো বিকল্প নেই।
লেখকরা তাদের প্রতিভা ফুটিয়ে তোলেন লেখনীর মাধ্যমে। লেখক তার মনের কথাগুলো লেখার মাধ্যমে প্রকাশ করেন, গল্প উপন্যাস কবিতা সৌন্দর্যে ঘেরা প্রকৃতিকে নিয়ে লেখেন। তাদের লেখার মাধ্যমেই জাগিয়ে তোলেন এই সাহিত্যকে।
সাহিত্য নিয়ে লেখা যতটা সহজ ঠিক ততটা কঠিন। গভীর মনোভাব চিন্তার মাঝে লিখে যান। শব্দের সাথে শব্দের মিল রেখে লেখেন যারা তারা অন্যরকম মনের মানুষ। পাঠক পড়ে যেনো হাসি সুখ দুঃখ আবেগ বুঝতে পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা করেন লেখকরা।
বিভিন্ন লেখকের বিভিন্ন বই পড়ে আনন্দিত হয় পাঠক। প্রকাশকরা লেখকদের লেখা নিয়ে তৈরি করে বই। পাঠকেরা নতুন বইয়ের অপেক্ষায় থাকে। এ যেনো এক অন্যরকম ভালোলাগা। সবাই চেষ্টা করেন সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেনো আগামী দিনের পথচলা আরো সুন্দর হয়।
বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। জ্ঞানের আলো ছড়িয়ে দিন সবার মাঝে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা