২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

নোবেল জয়ী হান কাং-এর নতুন উপন্যাস

বিশ্বসাহিত্য নতুন জানালা
-

নোবেল বিজয়ী দক্ষিণ কোরীয় লেখিকা হান কাং গত বছর অক্টোবরে এই পুরস্কার পেয়ে যতটা না দৃষ্টি আকর্ষণ করেন তার চেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেন গাজা যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধের কারণে পুরস্কারের বিষয়টি সেলিব্রেট না করে। তিনি সেই সময়ে আনন্দ করতে চাননি গাজায় ইসরাইলের গণহত্যার কারণে, ইউক্রেনে যুদ্ধের নাম করে মানুষ হত্যার প্রতিবাদে। তিনি এখন একটি নতুন উপন্যাস নিয়ে হাজির হয়েছেন যা বেশ নাম করেছে। বইটির নাম ‘উই ডু নট পার্ট’। তার বিখ্যাত বই ‘দ্য ভেজিটেরিয়ানের পর ‘উই ডু নট পার্ট’- সবচেয়ে রহস্যময় বই বলে মনে করেন সমালোচকরা। দুই নারীর বন্ধুত্বের গল্প এটা, একই সাথে কোরিয়ান ইতিহাসের একটি লুকানো অধ্যায়ের সাথে জোরালোভাবে আলোকপাত করে।
শীতের এক সকালে কিউংঘা তার বন্ধু ইনসিওনের কাছ থেকে সিউলের একটি হাসপাতালে তাকে দেখতে যাওয়ার জন্য একটি জরুরি বার্তা পান। ইনসিওন একটি দুর্ঘটনায় আহত হন এবং তিনি কিউংঘাকে তার প্রিয় পোষা প্রাণী- আমা নামক একটি সাদা পাখিকে বাঁচাতে জেজু দ্বীপে ফিরে যেতে অনুরোধ করেন। কিউংঘা পৌঁছানোর সময় দ্বীপে একটি তুষারঝড় আঘাত হানে। তাকে যেকোনো মূল্যে ইনসিওনের বাড়িতে পৌঁছাতে হবে, কিন্তু রাত নামতে শুরু করার সাথে সাথে বরফের বাতাস এবং ঝড় তাকে ধীর করে দেয়। এভাবে কাহিনী এগিয়ে যায়।
‘উই ডু নট পার্ট’ কোরিয়ান ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়কে শক্তিশালীভাবে তুলে ধরেছে, যা কয়েক দশক ধরে চাপা পড়ে আছে- অতীতের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরগুলোকে বিস্মৃতির হাত থেকে বাঁচাতে উদ্বুদ্ধ করে। একটি স্থায়ী বন্ধুত্বের স্তোত্র এবং স্মরণ করার যুক্তি উভয়ই, এটি অকথ্য সহিংসতার মুখে গভীর প্রেমের গল্প এবং জীবনের উদযাপন, তা যতই ভঙ্গুর হোক না কেন। হান কাং ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি সাহিত্যে প্রথম এশীয় নারী নোবেল পুরস্কার বিজয়ী এবং কিং দাই-জুংয়ের পর দ্বিতীয় দক্ষিণ কোরীয় নোবেল পুরস্কার বিজয়ী।


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহে পূর্ববাংলার ৩ জনকে গুলিতে হত্যা : দায় নিয়ে ধোঁয়াশা দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও আর্থিক বৈষম্য এখনো প্রকট : বাণিজ্য উপদেষ্টা আপিল বিভাগের প্রবীণতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ বাংলাদেশ পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : ধর্ম উপদেষ্টা খিলগাঁওয়ের আগুনে ২৪ গাড়ি পুড়ে ছাই ফ্যাসিস্ট পতনের পর নতুন দেশ বিনির্মাণের আশা দেখা দিয়েছে : মির্জা ফখরুল পৌনে দুই কোটি টাকা দামের ৫০টি গাড়ি পাচ্ছেন ডিসি-ইউএনওরা ২০৫০ সাল নাগাদ ৮০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে পোলট্রি খাতে বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৫ যাত্রী অন্যান্য স্থানে ৬ জন নিহত বিচার বিভাগ সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেছে শেষ সময়ে পছন্দের শীর্ষে উপন্যাস

সকল