২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

জবানবন্দি

-

নিজের মাঝেই লুকিয়ে থাকি
যতই কর খবরদারি,
তোমার মুঠির মধ্যে থেকেও
দূর আকাশে উড়তে পারি।

দুঃখ পেলে যাই হারিয়ে
স্মৃতির গহিন অতল তলে,
মন যদি চায় ভিজতে পারি
শ্রাবণ ধারার অলীক জলে।

অচিন পাখি আসবে যাবে
সোনার খাঁচার দুয়ার খোলা,
আষ্টেপৃষ্ঠে স্বার্থ শেকল
হৃদয় তবু আপনভোলা।

কোন নিগড়ে বন্দি জানি
কেনই বা এ সন্ধি খেলা,
সারাটা দিন কুড়িয়ে যা পাই
ছড়িয়ে হারাই সন্ধ্যাবেলা।


আরো সংবাদ



premium cement