২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

গাঙচিল

-

আল মাহমুদ -এর প্রতি শ্রদ্ধা

কেউ যদি আধুনিক বাংলা কবিতার গাঙচিল
সম্পর্কে জানতে চায়-
আমি আল মাহমুদের কথা বলবো ;
কেউ যদি বাংলা কবিতার সুনিপুণ কারিগর,
বিদগ্ধ বাবুই পাখি
সম্পর্কে জানতে চায়-
আমি আল মাহমুদের কথা বলবো ;

কেউ যদি আধুনিক বাংলা কবিতার শুদ্ধতম কবি
সম্পর্কে জানতে চায়-
আমি আল মাহমুদের কথা বলবো;
কোন শিশু মাতৃগর্ভে কবিতার সব পাঠ শেষে
দুর্নিবার কবি হয়ে জন্ম গ্রহণ করে ছিলেন-
কেউ যদি জানতে চায়,
আমি আল মাহমুদের কথা বলবো;
কবিতারা যার ঔরসজাত ওয়ারিশ হয়ে উঠেছিল।


আরো সংবাদ



premium cement