নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার লিস্টের ৪ বই
- আসগর মতিন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার লিস্টে হার্ডকভার ফিকশন বিভাগে ৬৩ সপ্তাহ ধরে আছে বইটি। এটা একটা বিরাট সাফল্য। অবশ্য আরো দীর্ঘ সময় ধরে লিস্টে থাকার রেকর্ডও আছে। বইটির নাম ‘আয়রন ফ্লেম’। লিখেছেন রেবেকা ইয়ারোস। এ উপন্যাসটিকে বলা হয়েছে রোমান্টাসি। রোমান্সের সাথে ফ্যান্টাসি। প্রধান চরিত্র ভায়োলেট সরেঙ্গেইল। এটি ইমপিরিয়ান সিরিজের দ্বিতীয় বই। আগের বইটির কাহিনীর ধারাবাহিকতা এখানে। পাঠকরা এ গল্পটিকে বেশ গ্রহণ করেছেন। আমেরিকান লেখিকা রেবেকা ইয়ারোসের স্বামী কর্মসূত্রে আফগানিস্তানে থাকাকালে তিনি এ উপন্যাসটি লেখেন। এই কাহিনীতে প্রেমের ক্ষেত্রে ভায়োলেটকে ভিন্ন কিছু ভাবতে দেখা যায়, সেটা হতে পারে প্রতারণা।
দ্বিতীয় স্থানে উঠে আসা বইটি তালিকায় নতুন। গ্রাডি হেনড্রিকসের উপন্যাস উইচক্রাফট ফর ওয়েওয়ার্ড গার্লস। আমেরিকান সাংবাদিক ও লেখক গ্রাডি হেনড্রিক্স নিউ ইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভালের অন্যতম উদ্যোক্তা। এই উপন্যাসে নারীদের প্রতি করা অবিচারের প্রতিবাদ করা হয়েছে।
পার্সিভাল এভারেটের জেমস উপন্যাস এ তালিকায় আছে ৩ নম্বরে। মার্ক টোয়েনের হাকলবেরি ফিনের জিম চরিত্র ফিরে এসেছে এই উপন্যাসে। ২৯ সপ্তাহ ধরে আছে বইটি বেস্ট সেলার তালিকায়। জিমকে এই বইয়ে নতুনভাবে উপস্থাপন করেছেন বিশিষ্ট লেখক এভারেট।
নিউ ইয়র্ক টাইমসের কম্বাইন্ড প্রিন্ট এন্ড ই বুক ননফিকশনের তালিকায় প্রথম স্থানে রয়েছে শেরি ফ্রাংকের ‘দি হাউস অব মাই মাদার’। তিনি পরিবারে নির্যাতনের শিকার হয়ে স্বাধীনতা খোঁজেন। মায়ের সাথে বিরোধ ও ভালোবাসা দুয়েরই প্রকাশ এই উপন্যাস। ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি কাহিনীর পুনরাবৃত্তি এই উপন্যাস। পাঠক বইটি পছন্দ করেছে বলে মনে হচ্ছে।
নিউ ইয়র্কে নির্দিষ্ট বুক শপে এক সপ্তাহে বিক্রি করা বইয়ের ওপর ভিত্তি করে আমেরিকান পত্রিকা নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার লিস্ট প্রকাশ করে থাকে। এ তালিকা থেকে সেখানকার পাঠকদের পছন্দ অপছন্দ বুঝতে পারা যায়। বছরের পর বছর ধরে পত্রিকাটি এই বেস্ট সেলার লিস্ট প্রকাশ করে আসছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা