০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

বিরোধিতায় যখন সে দাঁড়িয়েছিল

-

প্রতিষ্ঠান বিরোধিতায় যখন সে দাঁড়াল
তখন হুড়মুড় করে ভেঙে পড়লো পাহাড়

তখন অতৃপ্ত বাসনার গহ্বরে সরব প্রতীতি
বিরোধাভাসে উত্তাল পারঙ্গমতার কাল
শব্দের কূটাভাসে আশ্রয় নিয়েছে সময় !

ভয় দাঁড়িয়েছিল দৈত্যের মতো
ছায়া মানুষগুলো হানা দিচ্ছিল দস্যুর ধরনে
দিন তো বটে রাতও তখন আশ্রয় নয়

তখন ফেরারি দিন , তখন ফেরারি রাত
প্রতিষ্ঠান বিরোধিতায় যখন সে দাঁড়িয়েছিল ।


আরো সংবাদ



premium cement