ভেঙে গেলেই
- রেদওয়ানুল হক
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভেঙে গেলেই ভেঙে পড়তে নেই।
আবার দাঁড়াবার চেষ্টা করো,
দেখো সবকিছু ঠিক হয়ে যাবে সহসা।
আবার জেগে উঠবে সমুদ্র,
আবার কুলুকুলু বইবে নদী,
আবার গজাবে সবুজ,
আবার ফুটবে গোলাপ, গন্ধরাজ- শতফুল।
দৃষ্টি দাও ভাঙা ছাতাটার দিকে,
যা তুমি একটু আগে ছুঁড়ে ফেলে
দিলে ঘরের বাইরে।
তুলে আনো এবং দেখো-
কোথাও না কোথাও
কাজে লেগে যেতে পারে আবার,
সাথী হতে পারে প্রবল বর্ষা অথবা তুমুল রৌদ্রে।
যে ঝড়ের বাতাসে ভেঙে গেছে বৃক্ষের শাখা,
যে চারাগাছ নুয়ে পড়েছে দানবের পদভারে,
তাকে তোমার সহোদর বানাও।
তোমার সামান্য সহযোগিতায় পুনরায়
ফিরে পেতে পারে প্রাণ,
প্রশান্তিতে ভরে উঠতে পারে আকাশ।
অবজ্ঞা নয়, অবহেলা নয়,
টেনে তোলো নুয়েপড়া সময়ের মাস্তুল।
পথ এখনো অনেক বাকি,
অনেক অন্ধকার...!
ভেঙে গেলেই ভেঙে পড়তে নেই।
ভাঙা ইট, ভাঙা পাথর
চিরকালই কাজে লাগে উন্নয়নের ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা