০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ঝরা পাতা ও কবি

-

কুয়াশার দেহজুড়ে কনকনে শীত,
হলুদ সাঁজে ঝরে আমড়া গাছের ক্লান্ত পাতা,
ঠাণ্ডা বাতাসে ভেসে আসে বিষাদ,
পাতাশূন্য ডালে চির মলিন হাহাকার।

ভাবি, পৃথিবীতে কেউ স্থায়ী নয়,
সময় বয়ে চলে স্রোতের মতো
আমড়া পাতার সাথে ঝরে কিছু স্মৃতি
ঝরে পড়েন কবি হেলাল হাফিজ।

তার কবরে মাটি দিতে দিতে দেখি-
শব্দেরা কাঁদছে, কবিতারা স্তব্ধ,
বাংলার আকাশে এক টুকরো আলো,
ভালোবাসার অভাবে একাকী নিভে যায়।

কিন্তু কবিরা তো অমর,
তারা বেঁচে থাকে প্রতিবাদের মিছিলে,
অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা স্লোগানে,
কালজয়ী সেই আহ্বানের মতো-
এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়;
এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়।


আরো সংবাদ



premium cement