০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

অমীমাংসিত

-

কেউ কেউ কিছু কথা বলে
এদিকে ওদিকে তাকায়
তারপর জোরে কেশে
এমনভাবে যায়--
যেনো কিছুই হয়নি!

অথবা তাদের ঐসব
বলাবলি ---বন্দী শব্দ শুধু,
যেনো নিষ্ক্রিয় আর্গন,
তখন কার্যকারণ
খুঁজতে তুমি খুব একেলা
জানালা খুলে
যা ভাবতে থাকো--
সেসব কতগুলো ঘটনার
জোরপূর্বক জোড়াতালি দেয়া ছাড়া
আর বেশি
কিছু কী হয়েছে কখনো?


আরো সংবাদ



premium cement