০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

আমার লক্ষ্য একটিই

-

আমার লক্ষ্য একটিই
কেবলি মহান রবের সন্তুষ্টি বিধান!

বলতে পারো আমি এক ভয়ংকর স্বার্থপর
আখেরাতের বিষয়ে
কারো ধারই ধারি না আমি!

হিসাব বিজ্ঞানের জৌলুশে টাকার শরীর লিখি!
জানি দুনিয়ার সম্পদ, পদ-পদবী, ক্ষমতা কিছুই চিরকালীন কিংবা সত্যি নয়
তবু কেনো এর পেছনে খরচ করি সময়!
না, করবো না, করতে চাই না।

এটি কেবলই এক অসুস্থ প্রতিযোগিতা, সমাজের এইসব রীতি নীতি, সংস্কৃতি আর সামাজিকতায় যদি না থাকে আখেরাতের নিশান, এসবে ব্যর্থ হতে চাই আমি।

আমি করতে চাই সাত'শো গুণ লাভের ব্যবসা!
এমন কাজেই চাই বেঁচে থাকতে, এমন কাজেই আলিঙ্গন করতে চাই মৃত্যুর হিম!


আরো সংবাদ



premium cement