০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

পৌরুষ জুলাই

-

রক্তে যাদের আগুন ছিল, তারা
পা বাড়াল পথে
ভয় করেনি খুন-হুলিয়া,
আয়নাদেবীর গোপন অঁাধার কারা!

বক্ষ যাদের উদার আকাশ,
এগিয়ে সবাই সম্মুখে
বুক পেতেছে গুলির মুখে
আর করেছে দাসত্বকে জবাই।

ঊর্ধ্বগামী সিনাওয়ালা ওরা
কোমর বেঁধে জোরে
রক্তস্রোতে ভাসিয়ে দিছে বিষের চন্দ্রবোড়া!

আবার
তুললে মাথা শেকড়সহ করবে তাদের সাবাড়!


আরো সংবাদ



premium cement