আহেদ ও দিনার বই-এ ইসরাইলি বর্বরতার চিত্র
- আহমদ মতিউর রহমান
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হত্যা ও নির্যাতনের চিত্র সম্বলিত একটি বই বেশ নাম করেছে। এটি লিখেছেন ফিলিস্তিনী এক্টিভিস্ট আহেদ তামিমি ও সাংবাদিক দিনা তাকরুরি। বইটির নাম ‘দে কলড মি এ লায়নেস’। ২০২২ সালে প্রকাশিত হয়। ইসরাইলের বিরুদ্ধে এক অসম যুদ্ধে লিপ্ত ফিলিস্তিনীরা। আমেরিকার অস্ত্রশক্তিতে বলিয়ান অবৈধ রাষ্ট্র ইসরাইল যুদ্ধের কোনো নিয়মই মানছে না। চৌদ্দ মাস ধরে নির্বিচারে তারা গাজায় ফিলিস্তিনীদের বিরুদ্ধে পৃথিবীর নিষ্ঠুরতম এথনিক ক্লিঞ্জিং চালিয়ে যাচ্ছে। তারপরও বিশ^ নির্বিকার। এই বইটিকে বলা হচ্ছে একটি স্মৃতিকথামূলক বই। ইসরাইলি সৈন্যদের সাথে সংঘর্ষের পর ষোল বছর বয়সে কারাদণ্ডপ্রাপ্ত আহেদ তামিমি এই মর্মস্পর্শী, গভীর ব্যক্তিগত স্মৃতিকথায় দখলদারিত্বের অধীনে জীবনের দৈনন্দিন সংগ্রামের কথা তুলে ধরেছেন। তিনি যে সংগ্রামী ভূমিকা পালন করেছেন এ জন্য তাকে লায়নেস বলা হয়েছে। তার মতে, আপনার বাড়িতে বারবার তল্লাশি চালানো হচ্ছে, আপনার বাবা-মা গ্রেফতার হয়েছেন, আপনার মাকে গুলি করা হয়েছে, আপনার চাচাকে হত্যা করা হয়েছে, তাহলে আপনি কী করবেন? ২০১৭ সালে এমন এক পরিস্থিতিতে আহেদ তামিমি ইসরাইলী সেনার বিরুদ্ধে চরম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনি ইহুদী সেনার গালে চড় মারার পর তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তিনি আটক হন। যে ঘটনায় তিনি ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। তিনি বলেন, যখন একটি অবৈধ ইহুদি বসতি তাদের জীবনকে অবরুদ্ধ করে দেয় তখন এছাড়া কিছু করার ছিল না। তামিমির এই পদক্ষেপ এবং ব্যাপকভাবে দখলদারিত্বের বিরুদ্ধে অহিংস বিক্ষোভে অংশগ্রহণ তার বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়।
তার এসব কাহিনি প্রচার করেন সাংবাদিক দিনা তাকরুরি। এটি এমন একটি মানবিক গল্প যা বিশ্বকে আলোড়িত করেছে। “দে কলড মি এ লায়নেস” আমাদের দেখায় যে এই সংগ্রামে কী ঝুঁকি রয়েছে । তাদের অদম্য, উত্তেজনাপূর্ণ গল্পের মাধ্যমে আহেদ তামিমি এবং দিনা তাকরুরি কেবল অধিকৃত ফিলিস্তিনে নয়, বিশ্বজুড়ে স্বাধীনতার জন্য সংগ্রামরত মানুষের জীবনের উপর আলোকপাত করেন। কাহিনির যখন শুরু তখন তামিমির বয়স তিন বছর। তার বাড়ি জলপাই গাছ আচ্ছাদিত এবং ঢালু পাহাড়ের মাঝখানে অবস্থিত, তিনি পাঠকদের এই অভিজ্ঞতায় অংশ নিতে আহ্বান জানান। বইটি ইহুদী সেনাদের নিষ্ঠুরতার বর্ণনায় ঠাসা। প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ডস ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকায় ছিল এটি। আহেদ তামিমি জন্ম ৩১ জানুয়ারি ২০০১ এ ইসরাইলি-অধিকৃত পশ্চিম তীরের নবী সালিহ গ্রামে। ২০১৭ সালের ডিসেম্বরে আটকের পর তামিমি আট মাসের কারাদণ্ড শেষে মুক্তি পান। ২০২৩ সালের ইসরাইল-হামাস যুদ্ধের সময় তার বাবাকে গ্রেফতার করে প্রশাসনিক আটক রাখার পর নভেম্বরে তামিমি আবার গ্রেফতার হন তার একটি ইনস্টাগ্রাম পোস্টের কারণে। ইসরাইল এবং হামাসের মধ্যে একটি বিনিময় চুক্তির অংশ হিসাবে নভেম্বরে তাকে মুক্তি দেয়া হয়। তাকরুরি একজন ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক, অন-এয়ার উপস্থাপক এবং আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের মালিকানাধীন একটি অনলাইন সংবাদ পরিষেবার ডিজিটাল প্রযোজক। তিনি অনেক ভিডিও হোস্ট তার মধ্যে রয়েছে ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাত; কোরিয়ান সংঘাত; ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, আমেরিকান পুলিশ বর্বরতা ইত্যাদি। ২২৪ পৃষ্ঠার বইটির প্রকাশক ব্রিটেনের প্রকাশনা সংস্থা র্যান্ডম হাউজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা