সৌভাগ্যবান যারা
- আ রি ফ ম ঈ নু দ্দী ন
- ২০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পাটাতন ফাঁক করে দেখি রৌদ্র কোথায়? আকাশে মেঘ
আমি তো বুঝি না আজ এ বেলায় কিসের বড়ো বেশি প্রয়োজন
আপাত আমার ‘প্রয়োজন’-এর উপাদান
এখনই হাজির হোক দুয়ারে এই আমার আশা
যদি
বিবেচনাহীন অবিমৃশ্যকারিতার করতলে ঢেলে দিলাম নিজেকে
আজ পুষ্পরথে যার সহাস্য সুবর্ণ আগমন
তার হয়তো আজ আসার কথা না, কিন্তু সে এসেছে অলীক
ভাবনার জালে নিজেকে জড়াতে জড়াতে বিজয় খুঁজে নিয়েছে এখানে
কিন্তু অকস্মাৎ ঘটে গেল অন্যকিছু
উল্টো হাওয়ায় উল্টোরথে ঘূর্ণায়মান জীবন
খানিক আগেই ইঙ্গিত পেয়েছে
যার আসার কথা সে যদি না-আসে তখনই ঘটে অঘটন
প্রত্যাশার ফসলি জমিন উর্বরতা হারিয়ে এগিয়ে যায় সাহারার দিকে
কিংবদন্তি হতে হলে নিজেকে উজাড় করে দিতে হবে,
তুলে দিতে হবে মহাকালের নির্ধার্য হাতে
কল্পনাবিলাস বড়ো বেশি বেমানান
আমরা যা বুঝি না দু-একজন বোঝেন, তারাই সৌভাগ্যবান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা