গুরনাহর উপন্যাসে অভ্যুত্থানের অনুরণন
- আহমদ মতিউর রহমান
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
প্রতিরোধ আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং যুদ্ধ-সঙ্গাত জীবনেরই এক অমোঘ বাস্তবতা । আন্দোলনের স্মৃতি উপলব্ধি আর যুদ্ধের ক্ষত থেকে তৈরি হয়েছে অনেক উপন্যাস তথা মহৎ সাহিত্য। তাঞ্জানিয়ার নোবেল বিজয়ী লেখক আবদুলরাজাক গুরনাহ একটি উপন্যাসের কথা এ ক্ষেত্রে উল্লেখ করতে হয়। গুরনাহ ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি একটি ইন্টারন্যাশনাল লিট ফেস্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন। তিনি তার সাক্ষাৎকারে বাংলাদেশ সফরের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তার রচিত ঐতিহাসিক উপন্যাস আফটারলাইভস। এটি মাজি মাজি অভ্যুত্থানের পটভূমিতে রচিত। উপন্যাসটিতে জার্মান অধিকৃত পূর্ব আফ্রিকায় বসবাসকারী চারটি কেন্দ্রীয় চরিত্রের গল্প বর্ণিত হয়েছে। ২০২১ সালের এপ্রিলে উপন্যাসটি রাজনৈতিক কল্পকাহিনীর জন্য অরওয়েল পুরস্কারের দীর্ঘ তালিকাভুক্ত হয়। সাহিত্য সমালোচদের কাছে উপন্যাসটি ইতিবাচক দৃষ্টি লাভ করে। ফাইন্যান্সিয়াল টাইমস-এর ডেভিড পিলিং একে ‘সম্পূর্ণ সৌন্দর্য ও দুঃখের বই’ বলে বর্ণনা করেন। দ্য গার্ডিয়ান-এর এক পর্যালোচনায় মাজা মেনজিস্ট বইটিতে উপনিবেশবাদের বর্ণনামূলক বিশ্লেষণ ও মনস্তাত্ত্বিকভাবে জটিল সম্পর্কের চিত্রায়নের প্রশংসা করেন, তবে তিনি মনে করেন এর সমাপ্তি খুব দ্রুত হয়েছে। ঐতিহাসিক সংগ্রহশালা থেকে ‘আফ্রিকী দৃষ্টিকোণের ইচ্ছাকৃত বর্জন’-কে উল্লেখ করে তিনি এই উপসংহারে পৌঁছান যে : ‘আফটারলাইভাস-এ তিনি উপনিবেশবাদ ও যুদ্ধের প্রজন্ম ধরে চলে প্রভাবকে বিবেচনা করেন এবং আমাদের কাছে প্রশ্ন রাখেন যে এত ধ্বংসযজ্ঞের পর কি বাকি রয়েছে।’ ২০২০ সালে প্রকাশিত আব্দুল রাজাক গুরনাহ’র উপন্যাস আফটারলাইভস্ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ উপন্যাসের একটি চরিত্র হামজা দুঃস্বপ্ন দেখতে দেখতে ফুঁপিয়ে ওঠে এই বলে, ‘এত চিৎকার, এত আর্তনাদ, এত রক্তক্ষরণ’। এই শব্দগুচ্ছ যেন দীর্ঘকাল ঔপনিবেশক শাসনে থাকা আফ্রিকা মহাদেশের পরাধীন জনসত্তার করুণ প্রতিচ্ছবি। উপনিবেশ-পূর্ব, ঔপনিবেশিক ও উত্তর-ঔপনিবেশ তিন প্রজন্মের কাহিনী নিয়ে তৈরি হয়েছে আফটারলাইভস। গুরনাহ এ উপন্যাসে অত্যন্ত স্পষ্ট চিত্রে এঁকে তুলেছেন কীভাবে পরাধীনতার অবসান হলেও ঔপনিবেশিক শাসনের অপচ্ছায়া প্রলম্বিত হয়ে থাকে। সাম্রাজ্যবাদী শাসকরা চলে গেলেও থেকে যায় ‘চিৎকার, আর্তনাদ ও রক্তপাত’। আমাদের দেশেও আমরা যেন এই চিত্র দেখতে পেয়েছি , এখনো পাচ্ছি। আব্দুল রাজাক গুরনাহর জন্ম ২০ ডিসেম্বর ১৯৪৮। তিনি জাঞ্জিবার সালতানাতে জন্মগ্রহণ করেন। জাঞ্জিবার বিপ্লবের সময় শরণার্থী হিসাবে ১৯৬০ সালে যুক্তরাজ্যে চলে আসেন। তিনি সেখানকার কেন্ট বিশ^বিদ্যালয়ের একজন ইমেরিটাস অধ্যাপক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা