একটি স্মৃতিময় গ্রন্থ
- সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বইটির নাম- ‘র-এর কাওবয়েরা,স্মৃতির সিঁড়িতে অবরোহন’। লেখক বি রমন। বাংলায় অনুবাদ করেছেন সাংবাদিক, কলামিস্ট ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহের বিশ্লেষক মাসুমুর রহমান খলিলী ও লেখক সাংবাদিক মো. একরামুল্লাহিল কাফি।
এটি একটি বিরাট স্মৃতির সমাহার, বইয়ের শিরোনাম থেকে এটি বুঝতে বোধ করি কারো অসুবিধা হওয়ার কথা নয়। তবে স্মৃতিগ্রন্থ হলেও প্রায় ইতিহাস হয়ে উঠেছে। বইটি লেখকের ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এ ২৬ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা এবং স্মৃতির একটি স্মারক। বইটিতে ভারতের সমসাময়িক ইতিহাসের তাৎপর্যপূর্ণ অধ্যায়গুলোর ওপর আলোকপাত করা হয়েছে।
বইটির বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো- বাংলাদেশ পাকিস্তানের ১৯৭১ সালের যুদ্ধ, উত্তর-পূর্ব ভারতের অস্থিরতা, পাঞ্জাব ও কাশ্মিরের বিদ্রোহ, আফগান যুদ্ধ, ইন্দিরা গান্ধী, মোরারাজি দেশাই, রাজীব গান্ধী, ভিপি সিং,চন্দ্রশেখর ও নরসিমা রাওয়ের অধীনে গোয়েন্দা কার্যক্রম ইত্যাদি। বি রমনের জীবন অভিজ্ঞতায় পরিপূর্ণ। বিশেষ করে পুলিশ সার্ভিস থেকে শুরু করে ভারতের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ উইং-এ জড়িত ছিলেন। ফলে তার দেখা এবং অভিজ্ঞতার বহর বেশ দীর্ঘ। সেই অভিজ্ঞতার দীর্ঘতাই এ বইয়ে ভাষা পেয়েছে।
বইটিতে ইতিহাস, স্মৃতি এবং সঙ্ঘটিত ঘটনা প্রবাহের বর্ণনা হলেও কোথাও কোথাও গল্পের প্রবাহমানতা বিদ্যমান। এতে পাঠকের জন্য পাঠে সুবিধা হয়েছে বৈকি। বইয়ের ভাষা আধুনিক। বর্ণনা সজীব। বাক্যের পরম্পরায় সাজুয্য রয়েছে। অনুবাদকদ্বয় সেই আধুনিকতার গতি রক্ষা করার চেষ্টা করেছেন। ভাষার জটিলতামুক্ত প্রাঞ্জল করার চেষ্টাও বিদ্যমান। পাঠক বইটি পাঠে খুব অসুবিধায় পড়বে না। যদিও বইয়ের কোনো কোনো জায়গায় স্মৃতি ছাড়িয়ে ইতিহাসকে স্পর্শ করা হয়েছে, কোথাও অভিজ্ঞতা ছাপিয়ে উঠেছে সবকিছুর উপর। তবুও পাঠে বিরক্তি আসবে না পাঠকের। বরং ইতিহাসের মতো সন তারিখ দিয়ে স্মৃতি কথা বলার একটি মুন্সিয়ানা আছে বইটিতে। দুজন অনুবাদক সতর্কতার সাথে এসব লক্ষ্য রেখে ভাষান্তরিত করেছেন।
বইটি প্রকাশ করেছে আদর্শলিপি। প্রকাশক- জিয়াউল হক জুয়েল। প্রকাশকাল- ফেব্রুয়ারি ২০২৫। বি-৩৫,কনকর্ড এম্পেরিয়াম, কাঁটাবন, ঢাকা। দাম-৬৩০ টাকা। এটি বইয়ের দ্বিতীয় সংস্করণ। প্রথম প্রকাশ হয়েছে ২০০৮ এ। বইটির কাগজ খুব সুন্দর। ছাপা মানসম্মত। বইটির বহুল প্রচার কামনা করছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা