পাখির নীড়ে ফেরা
- মু হি ত চৌ ধু রী
- ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
একদিন সবকিছু নীরব নিস্তব্ধ হয়ে যাবে
পাখি ফিরে যাবে তার আপন নীড়ে,
অতি প্রয়োজনীয় কিংবা তাবদ সৌখিন দ্রব্যের
প্রয়োজনও শেষ হয়ে যাবে,
শ্রাবণের বৃষ্টি থেমে গেলে ছাতাকে যেমন বোঝা মনে হয়।
একদিন সবকিছু নীরব নিস্তব্ধ হয়ে যাবে
পাথর চোখের পর্দায় ভাসবে না আর স্খলিত জীবনের ইতিবৃত্ত
কিংবা ধ্রুপদী নৃত্যের যত কলাকৌশল।
প্রতিটি মানুষের একটা নিজস্ব পৃথিবী থাকে
শৈল্পিক রূপে স্বপ্নের মতো যাকে সাজাতে চায়
কেউ পারে কেউ পারে না,
এই পৃথিবীটাকেও একদিন ঝরা পালকের মতো
বেহিসাবি বাতাস উড়িয়ে নেবে।
মানুষের কিসের এতো দম্ভ? কোন সে ক্রোধ,
হিংসা-বিদ্বেষ তোমাকে এতটা অস্থির করেছে?
কালান্তরের সিঁড়ি বেয়ে একদিন ঋজু হয়ে দাঁড়াতে হবে সেই মহামাঠে।
যেখানে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ পক্ষে বিপক্ষে কথা বলবে,
হাতের তালুতে ভেসে উঠবে জীবনে প্রকাশিত-অপ্রকাশিত সব উপাখ্যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা