১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রকৃত আলেখ্য

-

দু’হাতে অন্ধকার সরিয়ে
আমরা ছায়া পথে আলোর পথ খুঁজি,
ইবলিস শয়তান বারবার
বালতি বালতি অন্ধকার ঢেলে দিয়ে যায়

আমরা থমকে দাঁড়াই, ক্ষাণিকটা ভাবি
আবার হাত বাড়াই, পা চালাই
অন্ধকার সরিয়ে আলোর পথ খুঁজি,
আমাদের জীবন ও জীবিকার মাঝখানে
দাঁড়িয়ে থাকে রাক্ষুসে ভয়,
পেতœীর বেশে নাচানাচি করে
জীবনের উঠোন জুড়ে,
যেমন সন্ত্রাসী কায়দায়
রাজনীতিবিদরা করে রাজ্যশাসন,
আসলে কেউ নয় আমজনতার আপনজন।


আরো সংবাদ



premium cement