ফ্যাসিবাদী শিক্ষা কারিকুলামের চিত্র
- ড. হানিফ খান
- ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
বইয়ের নাম- আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম। লেখক- শাহেদ মতিউর রহমান। তিনি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক, কাজ করেন শিক্ষা বিটে। বইটিতে মূলত তুলে ধরা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকালে শিক্ষার আড়ালে কিভাবে নতুন প্রজন্ম ধ্বংসের নীলনকশা বাস্তবায়ন করা হয়েছে। বইটি মূলত ২২টি নিবন্ধের একটি সংকলন, যা ধারাবাহিকভাবে দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত হয়। বইটির প্রথম প্রকাশ অক্টোবর ২০২৪। বইটি প্রকাশক করেছে- অবজারভেশন, পরিবেশক “বুক পয়েন্ট” ও “গ্রাজুয়েট পাবলিকেশন্স”। ৮০ পৃষ্ঠায় অফ হোয়াইট কাগজে ঝকঝকে ছাপা ও আকর্ষণীয় ডিজাইনে হার্ড কভার গাম বাইন্ডিং বইটির মূল্য ধরা হয়েছে ১২০ টাকা।
বইটির জন্য একটি চমৎকার ভূমিকা লিখেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী। বইটিতে ১২টি নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধগুলোর শিরোনাম : শিশুদের মনে লজ্জাহীনতার বার্তা, বন্ধুত্বের আড়ালে প্রেমের আহ্বান, পারিবারিক শাসনকে নেতিবাচক হিসেবে উপস্থাপন, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের বৈধতা, হিন্দু সংসকৃতিকে মুসলিম সংস্কৃতির ওপর প্রাধান্য, নৃত্যকে বিবেচনা করা হয় দেবতার প্রার্থনা হিসেবে, মুসলমানদের বানানো হয়েছে ভিনদেশি দখলদার শাসক, দুই বাংলার মুসলমানদের অবদান নিয়ে লুকোচুরি, মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের অবদানের কথা অনুপস্থিত, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নিয়ে ভুল তথ্য, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নিয়ে ভুল তথ্য, সমৃদ্ধ সুলতানি আমলকে বিকৃতভাবে উপস্থাপন, বাংলা ভূখণ্ডের স্থপতি হিসেবে মুসলমানদের অবদান অস্বীকার, গল্প আর তত্ত্বের বেড়াজালে শিক্ষার্থীরা বিজ্ঞানবিমুখ, মানুষের ডিএনএ বিষয়ে ভুল ব্যাখ্যা, ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক মূল্যবোধে চূড়ান্ত আঘাত, পাঠ্য বইয়েই হাজার ভুল, বইয়ের প্রচ্ছদেও মূর্তির ছবি, পাঠ্যবইয়ে সমকামিতার উসকানি, পাঠ্যবইয়ে ইসলাম ও বোরকা বিদ্বেষ, ষষ্ঠ শ্রেণির বইয়ে যৌনতার সুড়সুড়ি, বানানে ভুল, তথ্যে অসঙ্গতি।
যারা শিক্ষার ইতিহাস জানতে ও শিক্ষা নিয়ে গবেষণা করতে চান তাদের জন্য বইটি বেশ সহায়ক হবে। নতুন প্রজন্মকে অধঃপতনের কবল থেকে রক্ষার জন্য ফ্যাসিস্ট সরকারের শিক্ষাব্যবস্থা ধ্বংসের দিকসমূহ উন্মোচন তথ্যভাণ্ডার ও অকাট্য দলিল। শিক্ষা বিটে কাজ করা নবীন সাংবাদিকগণও এই বইটি পাঠে সমৃদ্ধ হতে পারবেন শিক্ষা সাংবাদিকতায়। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানসহ আগত শিক্ষাবিদগণ। তবে পরবর্তীতে প্রকাশনাটি আরও সমৃদ্ধ করার লেখককে পরামর্শ দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞগণ।
শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকালে শিক্ষার আড়ালে কিভাবে নতুন প্রজন্ম ধ্বংসের নীলনকশা হিসেবে শিক্ষার নামে শিক্ষার্থীদের মেধাহীন করা, অশিক্ষা-কুশিক্ষা ও ভুল শিক্ষার মাধ্যমে সকল অপচেষ্টা করা হয়েছে। নৈতিক অধঃপতন ও লজ্জাহীনতার দুয়ার খুলে দেওয়া, পরিবার প্রথা ভেঙে দেওয়া, মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের ইতিহাস বিকৃতি ও ধর্মনিরপেক্ষতার নামে ধর্মবিশ্বাসকে ধ্বংস করা ছিল ফ্যাসিবাদী শিক্ষা কারিকুলামের মূলমন্ত্র। পাঠ্যক্রমে সমগ্র পাঠ্যবইয়ে শব্দ চয়ন ও বানান ভুল ছিল আশঙ্কাজনক হারে। এসবই বইটিতে তুলে ধরা হয়েছে। জাতি ধ্বংসের এমন নীলনকশার বিরুদ্ধে নানা প্ল্যাটফর্ম হতে নানা ভাবে প্রতিবাদী আওয়াজ তোলায় ক্ষেত্রবিশেষ সরকারকে পিছু হটতে হয়েছে। পাঠ্যবই হতে বানর তত্ত্বের অপসারণ ও পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বহাল করতে বাধ্য হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা