০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

ফিলিস্তিনি লেখিকা হানার উপন্যাসে লেবাননের কাহিনী

-


গাজা যুদ্ধ এখন লেবাননে সম্প্রসারিত হয়েছে। আর গাজার সাথে সাথে ইসরাইলি বোমার আঘাতে জ্বলছে লেবানন। ফিলিস্তিনি আমেরিকান লেখিকা হালা আলিয়ান তার এক উপন্যাসে লেবাননের কাহিনী তুলে এনেছেন। উপন্যাসটির নাম ‘দ্য আরসনিস্টস সিটি’ (অগ্নিসংযোগকারীদের শহর)। আর বইটি সুধী সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। সমালোচকরা বলেছেন, এটি একটি সমৃদ্ধ পারিবারিক গল্প, মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তরাধিকারের প্রতি একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং আমরা কিভাবে মানুষ এবং স্থানগুলোকে বাড়ি বলে আঁকড়ে থাকি তার একটি অমোঘ রেন্ডারিং। নাসর পরিবার বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। বৈরুত, ব্রুকলিন, অস্টিন, ক্যালিফোর্নিয়া মরুভূমি। একজন সিরীয় মা, একজন লেবানিজ বাবা এবং তিনজন আমেরিকান সন্তান, সবাই অভিবাসনের জীবন কাটিয়েছেন। তাদের বৈরুতে পৈতৃক বাড়ি ছিল কিন্তু তা এখন ধূসর স্মৃতি মাত্র। এটি একটি ধ্রুবক টাচস্টোন এবং জটিল, অগোছালো পারিবারিক ভালোবাসা যা তাদের আবদ্ধ করে। কিন্তু সম্প্রতি বাবার মৃত্যুর পর ইদ্রিস, পরিবারের নতুন পিতৃপুরুষ, বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি পরিবারের সবাইকে বৈরুতে নিয়ে আসে, যেখানে সবাই বাড়ি বাঁচানোর লড়াইয়ে ইদ্রিসের বিরুদ্ধে একত্রিত হয়। তাদের সবারই গোপনীয়তা আছে, হারানো প্রেম, তিক্ত ঈর্ষা, পরিত্যক্ত আবেগ, গভীর-সেট লজ্জা, সেই দূরত্ব কমাতে সাহায্য করেছে। কিন্তু যুদ্ধের উত্তরাধিকার, উদ্বাস্তুদের একটি চলমান প্রবাহ, ধর্মীয় উত্তেজনা এবং রাজনৈতিক প্রতিবাদের সাথে ধূলিসাৎ করা একটি শহরে এই গোপনীয়তাগুলো জ্বলে ওঠে, এই পরিবারকে একত্রিত করে এমন ভঙ্গুর বন্ধনগুলোকে বাধাগ্রস্ত করে। প্রজ্ঞা, উষ্ণতা ও অসাধারণ মানব অন্তর্দৃষ্টির জন্ম দেয়া চরিত্রগুলোর সাথে পূর্ণ একটি উপন্যাসে পুরস্কার বিজয়ী লেখিকা হালা আলিয়ান আমাদের আবার দেখান যে ‘কল্পকাহিনী প্রায়ই আমাদের চারপাশের বাস্তব জগতের জন্য সেরা ফিল্টার।’ আর্সোনিস্টস সিটি একটি ভালো পুরোনো দিনের গল্পের সমস্ত আনন্দ পাঠককে দেবে। আলিয়ানের লেখায় একটি পরিবারের গল্প একটি জাতির গল্প হয়ে ওঠে- লেবানন ও সিরিয়ার তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্রেরও। হালা আলিয়ান ঔপন্যাসিক এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তার লেখা দ্য মিসৌরি রিভিউ, প্রেইরি শুনার এবং কলোরাডো রিভিউসহ অসংখ্য জার্নালে প্রকাশিত হয়েছে। হালা আলিয়ান সল্ট হাউজ উপন্যাসের লেখক, ডেটন সাহিত্য শান্তি পুরস্কার এবং আরব আমেরিকান বই পুরস্কার বিজয়ী। তার কাজ নিউ ইয়র্কার, আমেরিকান কবিদের একাডেমি, লিট হাব, দ্য নিউ ইয়র্ক টাইমস বুক রিভিউতে প্রকাশিত হয়েছে। তিনি তার স্বামীর সাথে ব্রুকলিনে থাকেন, যেখানে তিনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেন।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল