চির সাহসের বাংলাদেশ
- ম হি বু র র হী ম
- ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
দেখো, এ দেশের মানুষের হাতে পতাকা
বুকে পতাকা
রক্তে পতাকা
ঠিক যেন আত্ম আকাক্সক্ষার মতন দীর্ঘতম আয়তনে আঁকা
যত চেষ্টাই করো না কেন, এ দেশ মাথা নত করবে না
এ দেশের মানুষের রক্তে ‘চির উন্নত মম শির’ লেখা হয়ে গেছে
এ দেশকে করদ রাজ্য বানিয়ে রাখতে পারবে না
লুটতন্ত্রের শিখণ্ডিরা গুলি চালিয়ে মানুষ মারতে পারবে, দাবিয়ে রাখতে পারবে না
মানুষের বুকে গুলি চালিয়ে আমাদের দুঃখী মানচিত্রকে আর ঝাঁঝরা করো না
প্রতি ওয়াক্তে ফিনিক্স পাখির মতো এদের আত্মারা বের হবে
দেখো সেই তেঁতুলিয়া থেকে টেকনাফ
চির সাহসের বাংলাদেশ
কেঁপে কেঁপে ওঠে রক্তের উচ্ছ্বাসে
এখানে মানুষ চির জাগ্রত নিঃস্বাসে বিশ্বাসে
এ দেশকে তোমরা লুটতন্ত্রে বন্দী রাখতে পারবে না
এ দেশকে কখনোই করদ রাজ্য বানিয়ে রাখতে পারবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা