সবুজ বিপ্লব
- পা পে ল কু মা র সা হা
- ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
আবেগ নিসৃত সবুজপত্রে হাহাকারের রোদন,
দুর্লভ অচিন বৃক্ষ হারিয়েছে তার সহস্র আয়ু,
সোমেশ্বরী অনুভব করে, তার হারানো স্বচ্ছ জলধারার খরস্রোতা
হায়! শরতের নীল আকাশের ছায়া পড়ে না সে জলে!
সবুজ নীলে এসেছে অসময়ের পরিবর্তন।
গ্রীষ্মের চৌচিরতা, আষাঢ় শ্রাবণের ঝুম বৃষ্টি,
মাঘের শীতে যে বাঘের কাঁপনও ধরে না,
গহীন অরণ্যের তারা এখন লোকালয়ে।
ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস জর্জরিত সভ্যতা
শিল্পবিপ্লব!
কি হবে? কে মেটাবে? দক্ষিণাঞ্চলের সুপেয় পানির স্বাদ!
না! না! না! হচ্ছে হোক সব,
সোচ্চারে উৎসারিত কণ্ঠে বাড়ুক বিহঙ্গ কলরব,
আমরা বর্তমান; আমরা আগামী; আশার ভেলায় আমরাই রথ,
আমাদের আছে মুক্তিযুদ্ধ ১৯৭১, আর বিজয় গৌরব; আছে জুলাই'২৪
চেতনায় অতীত এবং আগামীর সবুজ বিপ্লব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা