২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্ষত

-

একটি মায়াময়ী ক্ষত তৈরি হয়েছে অনস্পর্শী স্থানে
অতি সংগোপনে লালন করছি তাকে
কি দুপুর কি বিকেল-কিংবা রাত্রি-
স্বযত্নে ধুয়ে মুছে তাতে মেখে রাখি সুরভী

জানি ক্ষত পচে দুর্গন্ধ হয়, অথচ এটি সেই ক্ষত নয়
স্থলপদ্মের মতো প্রস্ফুটিত হৃদয় সরোবরে-
এর সুরভীতে আন্দোলিত হই স্বপ্ন জাগে
বিলাসী ব্যথার অশ্রুজলে প্লাবিত হয় সাহারা বুক
চাই না কখনো এই ক্ষত মুছে যাক-

যার সুগন্ধ ছড়িয়ে পড়ে অন্তর্লোকে
জীবনকে করে শোভাময়
সেই ক্ষত আরো প্রসারিত হতে থাক গভীরে-
এই ক্ষতে চলা পথ হোক আরো দীর্ঘ
প্রত্যাশার দীপ হাতে অনন্তের দিকে বয়ে যাক

বিরহ বেলায় বলে যাবো-
একদিন আমিও ভালোবেসেছিলাম !


আরো সংবাদ



premium cement