১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফ্যাসিস্ট ও মেঘপ্রহরী

-

প্রলম্বিত বেদনা তার করিডোরে আগলে রেখেছে কাকে?
যেন বিপ্লবোত্তর কোনো হানাদারকে লুকিয়ে রাখে নিরাপত্তারক্ষী
অরাজক বিদ্রোহের হাত থেকে বাঁচাতে
কিংবা আব্রুর সৌন্দর্যকে অক্ষত রেখে দিতে
হাডের মুমূর্ষু চিৎকারকে সহিষ্ণুতায় চেপে রাখে
রোদপ্রসন্ন একটি দিনের প্রত্যাশায়
ঝঞ্ঝার ক্রোধ থেকে কুড়িয়ে এনেছিলাম যে রঙধনু
সে আজ এলোকেশী কালো মেঘের আকাশ

ফ্যাসিস্ট মোচডে, পঙ্গু হয়েছে যে বলিষ্ঠ হাত
দখিনা বাতাস দোলানো বৃক্ষশাখার মতো ক্লান্তিময় আঙুল
সে যেন আজ যুদ্ধাহত এক মেঘপ্রহরী
ব্যথাদীর্ঘ রাতের গর্ভে প্রসবিত প্রতিবাদ
আকাশের দোরে করে করাঘাত

ঝিঁঝিঁডাকা নিষ্প্রভ প্রহরে
নীরবতা ভাঙে
ঝরে পড়ে পৃথিবীর সকল পরাধীন উপত্যকায়
নীলাভ বিষ্টিতে উর্বরা হয়ে উঠে অনাথ অনাব্রু ম মৃত্তিকা


আরো সংবাদ



premium cement

সকল