১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জীবনের ক্যানভাস

-

বিষণ্ন বিকেলের আল্পনা এঁকে যাই
সবুজের বিছানায় কচিকাঁচা কোলাহল
মৃতপ্রায় শহরের জলছবি দেখে তাই
মৃত চোখ মেপে যায় কতটুকু আছে জল।

জল যদি নাও থাকে বুঝে নিয়ো দায়ভার
আনন্দ শুষে নেয় জীবনের ক্যানভাস
আজকাল খুব নাকি হিসেবের হলাহল
তার মাঝে আমাদের নিত্য এ বসবাস ।

একসাথে বাস করে কে বা খোঁজ রাখে কার
শুকনো হাসির ছটা প্রাণহীন অবয়ব
অন্তর্জালে বাঁধা থাকে গোটা পরিবার
ভালোবাসা ছাড়া পাবে যা চাও বাকি সব ।


আরো সংবাদ



premium cement

সকল