ফিলিস্তিনি
- ম ন সু র আ জি জ
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
তারা আমাদের কাছে মেলে ধরেছে একটি শান্তির বার্তা
তারা আমাদের হাতের তালুতে গুঁজে দিয়েছে একটুকরো রুটি
আমাদের গায়ে একটি জামা আর একটি তাঁবু
আমরা প্রত্যহ ক্রসচিহ্ন আঁকা নানদের দেখি, ফাদারদের দেখি,
নীলপেড়ে সাদা জামা, মাথাঢাকা শান্তিবাদী মানুষ
আামদের আশ্রয়ের জন্য তারা বানিয়েছে তাবু, রিফিউজি ক্যাম্প
আমাদের শিক্ষিত করতে তারা খুলেছে বিদ্যালয়,
ক্ষুধা নিবৃতির জন্য লঙ্গরখানা
আমাদের চিকিৎসার জন্য খুলেছে হাসপাতাল
দিয়েছে বিনে পয়সার ঔষধ
আমাদের মৌলিক চাহিদা পূরণ করেছে সব
মানবাধিকার সংগঠন আসে ত্রাতা হয়ে
রিপোর্টার আসে আন্তর্জাতিক মিডিয়ায় কাভারেজ দিতে
আমরা বৃদ্ধরা নতজানু; প্রভুর দরবারে দোয়া করি প্রত্যহ
আমাদের যুবকেরা তাদের বুকে পুষে রাখে একদলা ঘৃণা
আর অন্তরে জ্বালিয়ে রাখে প্রতিশোধের আগুন
আমাদের শিশুরা যুবকদের অনুসারী
আর যুবতীরা নিজেদের ইজ্জতকে আড়াল করে রাখে
ধূর্ত শেয়ালদের আক্রমণ থেকে
ওরাই পশ্চিমা,
যারা প্রতিদিন সারের মতো ছিটিয়ে যায় বারুদ। যুদ্ধক্ষেত্র তাদের কাছে ফসলের মাঠ
অস্ত্রের তেজারতি প্রসারে যারা বিস্তার করে শকুনের ডানা
একটি স্বাধীন ভূখণ্ড কেটে কেটে তুলে দেয় ব্রেনচাইল্ড ইসরাইলের পাতে
একটি অবৈধ রাষ্ট্রকে তিলে তিলে গড়ে তোলে যুদ্ধবাজ সন্ত্রাসী হিসেবে।
ওরাই পশ্চিমা,
যারা মানুষকে নৃশংসভাবে হত্যা করে
তারপর পাঠিয়ে দেয় স্বেচ্ছাসেবী দল
ড্রোন, রকেট, কামান আর গোলাবারুদ পাঠিয়ে দেয় মানুষকে হত্যা করতে
ঘরবাড়ি, জনপদ, হাসপাতাল, স্কুল-কলেজ, মসজিদ-মক্তব, খেলার মাঠ...
রক্ষা পায় না কিছুই!
নিরস্ত্র মানুষকে যারা বানায় প্রতিপক্ষ, সন্ত্রাসী রাষ্ট্রকে বানায় বন্ধু!
তারাই যুগ যুগ ধরে মধ্যপ্রাচ্যে জ্বালিয়ে রেখেছে যুদ্ধের আগুন
তারাই আরবের মাঠে প্রতিদিন করে যায় ট্যাংক আর বুলেটের চাষ
ঘুড়ির বদলে আকাশে উড়িয়ে দেয় ঝাঁক ঝাঁক যুদ্ধবিমান!
ওরাই ইহুদি,
যারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে
পতাকা, দখল করেছে পিতৃভূমি
কেড়ে নিয়েছে শৈশব,ক্ষত-বিক্ষত করেছে যৌবন
আর ছিনিয়ে নিয়েছে স্বাধীনতা
এক দানবের বিরুদ্ধে লড়াই করা এক জাতি আমরা- ফিলিস্তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা