হেমন্ত সন্ধ্যায়
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
কবিতা মানেই কিছু স্বপ্নাশ্রয়ী গালগল্প। স্বপ্নাবিষ্ট সুন্দরের হাতে বোনা শিশুদের ঝকঝকে লাল সুয়েটার। বুরোর সৌজন্যে যেখানেই যাই প্রকৃতির মূল থেকে তুলে আনি শব্দের ভাণ্ডার। কবিতা লিখব বলে খুঁজে নেই অন্ধকার বাঁশঝাড়ে জোনাকির আলোফোটা উৎসব !
আমিও কি স্বপ্নবাজ তবে ? জানি তুমি দূরে চলে গেছো। বৈষম্যের সিঁড়ি ভেঙে অনেকেই ভিড়ের ভেতর হাত রাখে হাতে
সময় সুযোগে পরিষ্কার করে সেভলন-জলে
আবার কখনো ভেদাভেদ রেখে হঠাৎ লুকায় পাহাড়ের পিঠে
তারা আর ফেরে না গুহায়! নস্টালজি মনে করে সাজায় কবিতা ....
তুমি শঠতায় বুনে যাও নকশি আঁচল। ভয় নেই
বাজিতপুরের তাঁতীদের হাটে আমি কখনো যাব না। বরং এখানে হেমন্তের সোনালী সন্ধ্যায় নতুন ধানের ঘ্রাণে খুঁজে নেব কাউনের সুস্বাদু বাতাসা । আহা কী দারুণ এই ভাপাকুলি পায়েসের স্বাদ মুগ্ধতার অপূর্ব সময়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা