২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আমরা

-

অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো- আমরা কারা।
কারা শিমুল ফুলের মতো দাবি নিয়ে আজ কাঁপায় রাজপথ।
আর প্রতিটি ভোরের রূপকল্পে হেসে ওঠে অগণিত আগামীকাল-
যার পাতায় পাতায় শিহরণ জাগায় বাতাস; -বলে, আমরাই মহাকাল।
আমরাই সূর্যসেন।
আমরাই প্রীতিলতা।
আমরাই তিতুমীর।
-এই কথা জানে মহামান্য বঙ্গোপসাগর। জানে তার উত্তাল ঢেউ।
এই কথা জানে সধবা গর্জন। জানে বাংলাভাষার পঞ্চাশ বর্ণমালা।
১৯৫২ জানে; জানে বিক্ষুব্ধ ৬৯

আমাদের পরিচয় জানে ১৯৭১;
স্বাধীন পতাকা।

আবু সাঈদের রক্তের শপথ, আমরাই সেই সূর্য, যারা কখনও অস্ত যায় না।
শপথ, গোলাপের মতো আদনান ও সাব্বিরের-
আমাদের অস্তিত্ব নষ্ট হয় না কোনও দিন।
শপথ, ওয়াসিমের সবুজ আত্মা- আমরা হারি না কোনও কালে।
শপথ, তন্বীর অবিনশ্বর হৃদয়-
আমরাই রাতের অন্ধকার ছিঁড়ে আলো বের করি।
শপথ, ঝরে যাওয়া বৃক্ষের অগণন পাতা-
আমরাই রৌদ্র-জ্যোৎস্নার কলস্বর।

অগ্নিগর্ভা দেশ জানুক- আমরা কে!
তমসা বিদীর্ণ করা আলো বলুক- আমাদের পরিচয়।


আরো সংবাদ



premium cement