২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশে ১৮৩ জন নিয়োগ

-

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডে নি¤েœাক্ত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় : ২ ফেব্রুয়ারি ২০২০, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা : ২৫টি। (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স-২১টি, সিভিল-২টি, মেকানিক্যাল-২টি)।
আবেদনের যোগ্যতা : ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ সিভিল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি।
বেতন : বেসিক ৫০০০০/- ও অন্যান্য সুবিধা।
পদের নাম : সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা : ১৪২টি। (ইলেকট্রিক্যাল-১০০টি, ইলেকট্রনিক্স-১২টি, সিভিল-১৭টি, মেকানিক্যাল-১০টি, কম্পিউটার-৩টি)।
আবেদনের যোগ্যতা : যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ সিভিল/ মেকানিক্যাল/ কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি।
বেতন : বেসিক ৩৫০০০/- ও অন্যান্য সুবিধা।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (একাউন্টস/ ফিন্যান্স/অডিট)।
পদের সংখ্যা : ৯টি।
আবেদনের যোগ্যতা : কমার্সে (ফিন্যান্স/ একাউন্টিং) মাস্টার্স ডিগ্রি বা এমবিএ (ফিন্যান্স/ একাউন্টিং) বা এমবিএস (ফিন্যান্স/ একাউন্টিং) ডিগ্রি।
বেতন : বেসিক ৫০০০০/- ও অন্যান্য সুবিধা।
পদের নাম : জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস/ ফিন্যান্স/অডিট)।
পদের সংখ্যা : ৭টি।
আবেদনের যোগ্যতা : কমার্স /ফিন্যান্স/ অ্যাকাউন্টিং/এমবিএতে গ্র্যাজুয়েট ডিগ্রি।
বেতন : বেসিক ৩৫০০০/- ও অন্যান্য সুবিধা।
বয়সসীমা : প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। পিজিসিবিতে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অনলাইনে আবেদনের শেষ তারিখ : আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট যঃঃঢ়://ঢ়মপন.ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা পিজিসিবি’র ওয়েবসাইট িি.িঢ়মপন.মড়া.নফ-এর মাধ্যমে ২ ফেব্রুয়ারি ২০২০, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
পরীক্ষার ফি দেয়া : বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে ১০০০ টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেডের যেকোনো মোবাইলে এসএমএসের মাধ্যমে ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী যঃঃঢ়://ঢ়মপন.ঃবষবঃধষশ. পড়স.নফ অথবা িি.িঢ়মপন.মড়া.নফ-এর মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের হার্ডকপি পাঠানোর ঠিকানা : চাকরিরত প্রার্থীদের অনলাইনে জমাকৃত আবেদনের হার্ডকপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাব্যবস্থাপক (পিঅ্যান্ডএ), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, পিজিসিবি ভবন, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২ বরাবরে পাঠাতে হবে।


আরো সংবাদ



premium cement
ডুমুরিয়ায় স্কুলছাত্রের মৃত্যু : প্রেমিকার ২ মামা আটক সিরিয়ায় বাশারের পতনে বিদ্রোহের আশঙ্কায় দিন গুনছে সিসি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে : জামায়াত আমির মেহেরপুরে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে সচিবালয়ে অগ্নিকাণ্ড : সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি মির্জা ফখরুলের ‘বাংলাদেশী’ সন্দেহে হয়রানির শিকার ভারতের বাংলাভাষীরা সচিবালয়ে আগুনের কারণ এখনো জানা যায়নি : ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিশ বছরে বৈশাখী টেলিভিশন জামায়াতই গণমানুষের কাছে পরিক্ষিত শক্তি : মোহাম্মদ সেলিম উদ্দিন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ১ যুবক নিহত ‘বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত করবে কমিশন’

সকল