২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

  ক্যারিয়ার গড়তে এস ইউ ইউনিভার্সিটি

-

‘উই উইল রাইজ আপ, উই উইল সাইন’ এই স্লোগানকে সামনে রেখে ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সোনারগাঁও ইউনিভার্সিটি। প্রতিষ্ঠার মাত্র সাত বছর পেরোতেই ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি। শিক্ষা প্রতিষ্ঠানটির উপাচার্যের দায়িত্বে রয়েছেন প্রফেসর ড. মো. আবুল বাশার। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসরগণ। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকতা করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের অন্যান্য প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষকেরা। এখানে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। এ ইউনিভার্সিটি ইউজিসি এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। এখানে শিক্ষার্থীদের জন্য ৩টি অনুষদের অধীনে মোট ২০টি বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে । এর মধ্যে রয়েছে বিএসসি ইন নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বিবিএ, এলএলবি (অনার্স) ও এলএলবি (পাস), বিএ অনার্স ইন বাংলা, এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট, এলএলএম প্রভৃতি।
যোগাযোগ : ১৪৭/আই, গ্রীন রোড, ঢাকা এবং ১৪৬ ওয়্যারলেস গেট, মহাখালী, ঢাকা।
ফোন : ০১৯৫৫৫২৯৭০৮, ০১৭৮০২২০০৯৯

 


আরো সংবাদ



premium cement