বাংলাদেশ রেলওয়েতে ৯৪৫ জন নিয়োগ
- ১০ আগস্ট ২০১৯, ০০:০০
বাংলাদেশ রেলওয়েতে সরাসরি নিয়োগযোগ্য নিচে বর্ণিত পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ : ৫ সেপ্টেম্বর ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : আয়া।
পদের সংখ্যা : ১১টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : নিরাপত্তা প্রহরী।
পদের সংখ্যা : ৩৮টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী।
পদের সংখ্যা : ২১৫টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : ওয়েটিং রুম আয়া।
পদের সংখ্যা : ২টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : ল্যাম্পম্যান।
পদের সংখ্যা : ২টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
উপরি উক্ত পাঁচটি পদের বয়সসীমা : ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে উপরিউক্ত পদের প্রার্থীদের বয়স ১৮-৩০ বছর হতে হবে।
পদের নাম : ট্রেড অ্যাপ্রেন্টিস।
পদের সংখ্যা : ৬৭৭টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
উপরি উক্ত পদের বয়সসীমা : ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে উপরিউক্ত পদের প্রার্থীদের বয়সসীমা ১৬-২০ বছর।
আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ : আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট িি.িৎধরষধিু. মড়া.নফ-তে পাওয়া যাবে। ওই ওয়েবসাইট থেকে আবেদন ফরম এ-৪ সাইজের কাগজে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
জরুরি তথ্য : ১. সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র ও প্রবেশপত্রের নির্ধারিত স্থানে পেস্ট করে লাগাতে হবে।
২. প্রার্থী বাছাইকালে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে।
৩. নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা (এতিম, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, মহিলা, আনসার-ভিডিপি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সাধারণ ও পোষ্য কোটা) অনুসরণ করা হবে।
৪. আয়া, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, ওয়েটিং রুম আয়া ও ল্যাম্পম্যান পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা করে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা কোড নম্বর-১-৫১৩১-০০০০-২০৩১ তে জমা দেয়ার ট্রেজারি চালানের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৫. আয়া, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, ওয়েটিং রুম আয়া ও ল্যাম্পম্যান পদের জন্য মৌখিক পরীক্ষার পূর্ণমান-৫০। ৫০% নম্বর পাস নম্বর হিসেবে বিবেচিত হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য পরীক্ষার পূর্ণমান-১০০ (লিখিত-৭০ নম্বর ও মৌখিক-৩০ নম্বর)। ৫০% নম্বর পাস নম্বর হিসেবে বিবেচিত হবে।
৬. আবেদনপত্র প্রেরণকালে খামের বাম দিকের উপরের অংশে পদের নাম ও প্রার্থীর জেলার নাম লিখতে হবে।
বয়সসীমা : মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/ পুত্র-কন্যার পুত্র-কন্যা এবং এতিম/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ও ঠিকানা : আবেদনপত্র আগামী ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বিকেল ৫টার মধ্যে চিফ পার্সোনেল অফিসার/পূর্ব, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম-এর দফতরে পাঠাতে হবে।
পরীক্ষা কেন্দ্র : লিখিত পরীক্ষা চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র জমা দিতে হবে : মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সব সনদের (যেমনÑ শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ পুত্র-কন্যার পুত্র-কন্যা, রেলওয়ে পোষ্যর (পিতা-মাতার) অবর্তমানে নির্ভরশীল ভ্রাতা-ভগ্নী, এতিমখানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ভিডিপি, বিশেষ যোগ্যতা ইত্যাদির সনদ সরকারি নির্দেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত) মূলকপি দেখাতে হবে এবং সব সনদের ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
পোষ্য সনদের ক্ষেত্রে স্থায়ী পদে কর্মকর্তা/ কর্মচারীর চাকরিকাল ন্যূনতম ১৫ বছর হতে হবে এবং অন্য কোনো পোষ্য রেলওয়েতে কর্মরত থাকলে তার বিবরণ সংযুক্ত করতে হবে।
ডাকটিকিটসহ আবেদনকারীর ঠিকানা লেখা দু’টি খাম আবেদনের সাথে জমা দিতে হবে।