২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে ১৭ জন নিয়োগ

-

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে নিচের শূন্যপদে লোকবল নিয়োগের লক্ষ্যে নিচের শর্তাবলি পূরণসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ : ২৮ জুলাই ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : রিসিপশনিস্ট।
পদের সংখ্যা : ২টি।
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০/-
আবেদনের যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস।
পদের নাম : ক্যাশিয়ার।
পদের সংখ্যা : ২টি।
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০/-
আবেদনের যোগ্যতা : বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম : হিসাব সহকারী।
পদের সংখ্যা : ২টি।
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০/-
আবেদনের যোগ্যতা : বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম : সিনিয়র ইলেকট্রিশিয়ান।
পদের সংখ্যা : ১টি।
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০/-
আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জারিকৃত লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
পদের নাম : প্লান্ট অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম : সিনিয়র টেকনিশিয়ান।
পদের সংখ্যা : ১টি।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম : ইলেকট্রিশিয়ান।
পদের সংখ্যা : ৫টি।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
আবেদনের যোগ্যতা : এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জারিকৃত লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
পদের নাম : জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার।
পদের সংখ্যা : ৩টি।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
আবেদনের যোগ্যতা : এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা ১ জুন ২০১৯ তারিখে ৩০ বছর। তবে, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর।
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেয়ার শুরু তারিখ : ৭ জুলাই ২০১৯ সকাল ৯টা থেকে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেয়া শুরু হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ : ২৮ জুলাই ২০১৯, বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
জেনে রাখুন : শুধু টংবৎ ওউপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ৩১ জুলাই ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত) ঝগঝ-এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদন করার পদ্ধতি : প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ডবন ধফফৎবংং (যঃঃঢ়://মঃপষ.ঃবষবঃধষশ.পড়স.নফ) অথবা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ডবন ধফফৎবংং (িি.িমঃপষ.ড়ৎম.নফ)-এর মাধ্যমে এঞঈখ কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ঙহষরহব জবমরংঃৎধঃরড়হ কার্যক্রম এবং ফি জমা দিতে হবে। উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে ওহংঃৎঁপঃরড়হং ভড়ৎ ঝঁনসরঃঃরহম অঢ়ঢ়ষরপধঃরড়হ এবং ৮ ধরনের পদের জন্য নির্ধারিত আবেদন ফরমের রেডিও বাটন দেখা যাবে। গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডবন ধফফৎবংং (িি.িমঃপষ. ড়ৎম.নফ)-এ আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। ফরম পূরণের আগে প্রার্থী এ ওহংঃৎঁপঃরড়হ অংশটি ফড়হিষড়ধফ করে প্রতিটি নির্দেশনা ভালো করে পড়ার পর আবেদন ফরমের প্রতিটি ঋরবষফ-এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করে ফরম পূরণ করতে হবে এবং লাল তারকা চিহ্নগুলো ঋরবষফ-এ
প্রদত্ত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর/জন্মনিবন্ধন নম্বর অবশ্যই জমা দিতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে অঢ়ঢ়ষরপধঃরড়হ ফরমটির চৎবারবি দেখা যাবে। চৎবারব-িএর নির্ধারিত স্থানে প্রার্থীকে নির্দিষ্ট মাপের নিজের রঙিন ছবি স্ক্যান করে টঢ়ষড়ধফ করতে হবে। সাদা-কালো ছবি গ্রহণযোগ্য হবে না। ছবির আয়তন হবে ৩০০ ী ৩০০ চরীবষ (ঔচএ ঋড়ৎসধঃ) এবং ফাইল সাইজ হবে সর্বোচ্চ ১০০ কই. উল্লিখিত মাপের ছবি না হলে আবেদনপত্র বাতিল হবে। অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারব-িতে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে নিজের স্বাক্ষর স্ক্যান করে টঢ়ষড়ধফ করতে হবে। স্বাক্ষরের আয়তন হবে ৩০০ী৮০ চরীবষ (ঔচএ ঋড়ৎসধঃ), কোনোভাবেই এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ হতে হবে সর্বোচ্চ ৬০ কই.
ঝগঝ পাঠানোর নিয়মাবলি ও পরীক্ষার ফি
দেয়া : অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতো ছবি এবং ঝরমহধঃঁৎব ঁঢ়ষড়ধফ করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র
ংঁনসরংংরড়হ শেষ হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারবি কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র ংঁনসরঃ করা শেষ হলে প্রার্থী একটি টংবৎ ওউসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধহঃ’ং পড়ঢ়ু পাবে। ওই অঢ়ঢ়ষরপধহঃ’ং পড়ঢ়ু প্রার্থীকে প্রিন্ট অথবা ফড়হিষড়ধফ করে সংরক্ষণ করতে হবে। অঢ়ঢ়ষরপধহঃ’ং কপিতে একটি টংবৎ ওউ দেয়া থাকবে এবং এ টংবৎ ওউ ব্যবহার করে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ঝগঝ-এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থীকে অনলাইনে দেয়া পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ঝগঝ করে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।
জেনে রাখুন : আবেদনপত্রের সব অংশ পূরণ করে ঝঁনসরংংরড়হ করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।
প্রবেশপত্র সংগ্রহ : পরীক্ষার নির্ধারিত ফি জমা দেয়া হলে টেলিটক থেকে প্রেরিত উত্তরে প্রার্থীকে পাঠানো একটি টংবৎ ওউ এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী তার রোল নম্বর সংবলিত প্রবেশপত্র ফড়হিষড়ধফ করে প্রিন্ট করতে হবে। এই প্রবেশপত্র লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষা : লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে ঝগঝ-এর মাধ্যমে ও এঞঈখ-এর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে বর্ণিত সব তথ্যের সপক্ষে দরকারি কাগজপত্র/মূল সনদপত্র দেখাতে হবে অথবা জমা দিতে হবে।
জরুরি তথ্য : কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সব আবেদনপত্র বাতিল হবে।


আরো সংবাদ



premium cement