পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশে ১৫০ জন নিয়োগ
- ২২ জুন ২০১৯, ০০:০০
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডে নি¤েœাক্ত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় : ৩০ জুন ২০১৯, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : টেকনিক্যাল অ্যাটেনডেন্ট (কারিগরি সহায়ক)।
বেতন স্কেল : ১৪৫০০/- ও চাকরি বিধি মতে প্রযোজ্য অন্য ভাতা।
পদের সংখ্যা : জেনারেল ইলেট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/জেনারেল ইলেকট্রনিক্সে ১৪৫ জন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ২ জন, প্লাম্বিং ও পাইপ ফিটিংসে ৩ জনসহ মোট ১৫০ জন।
আবেদনের যোগ্যতা : কারিগরি শিক্ষা বোর্ড থেকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/ জেনারেল ইলেকট্রনিক্স/ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংসে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ অথবা এসএসসি/ দাখিল সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার/প্লাম্বিং বিষয়ে এক বছর মেয়াদি বেসিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।
বয়সসীমা : প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। পিজিসিবিতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অনলাইনে আবেদন করা : আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরমের নির্ধারিত স্থানে ছবি (৩০০ ী ৩০০ ঢ়রীবষ) ও স্বাক্ষর (৩০০ ী ৮০ ঢ়রীবষ) স্ক্যান করে তা সংযোজন করতে হবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ : টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট যঃঃঢ়://ঢ়মপন.ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা পিজিসিবি’র ওয়েবসাইট িি.িঢ়মপন.ড়ৎম. নফ-এর মাধ্যমে ৩০ জুন ২০১৯, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। অ্যাপেয়ার্ড (ফলাফল প্রত্যাশী) প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
পরীক্ষার ফি দেয়া : বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে ৫০০ টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেডের যেকোনো মোবাইলে এসএমএসের মাধ্যমে ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী যঃঃঢ়://ঢ়মপন.ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা িি.িঢ়মপন.ড়ৎম.নফ-এর মাধ্যমে পাঠাতে হবে।
জেনে রাখুন : শিক্ষা ক্ষেত্রে তৃতীয় শ্রেণী/বিভাগ এবং জিপিএ-এর ক্ষেত্রে ন্যূনতম২-এর নিচে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের হার্ডকপি পাঠানোর ঠিকানা : চাকরিরত প্রার্থীদের অনলাইনে জমাকৃত আবেদনের হার্ডকপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাব্যবস্থাপক (পিঅ্যান্ডএ), পিজিসিবি প্রধান কার্যালয়, এভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২ বরাবরে পাঠাতে হবে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : পাবনা ও নড়াইল জেলা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরণপূর্বক প্রার্থী নির্বাচন করা হবে।
নিয়োগকাল : নির্বাচিত প্রার্থীকে এক বছরের প্রবেশনসহ পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে। পিজিসিবির চাকরি বিধি অনুযায়ী প্রবেশনকাল সফলতার সাথে সম্পন্ন করলে চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্ম মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীকালে চাকরি চুক্তি নবায়ন করা হবে।