২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে ২১৯ জন নিয়োগ

-

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১০ জুন ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত। লিখেছেন মাহমুদ কবীর
পদের নাম : সহকারী প্রকৌশলী (সিভিল)।
পদের সংখ্যা : ১২টি।
আবেদনের যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী পরিচালক।
পদের সংখ্যা : ১২টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী পরিচালক (রিসার্চ ও ডকুমেন্টেশন)।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : ভূগোল ও পরিবেশ বিদ্যা, সমাজবিজ্ঞান বা অর্থনীতিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অথবা নগর অঞ্চল ও পরিকল্পনা বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী অথরাইজড অফিসার।
পদের সংখ্যা : ১০টি।
আবেদনের যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী নগর পরিকল্পনাবিদ।
পদের সংখ্যা : ১১টি।
আবেদনের যোগ্যতা : নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী স্থপতি।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী আইন কর্মকর্তা।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণীর এলএলবি (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর এলএলএম ডিগ্রি এবং বার কাউন্সিলের সদস্যপদ থাকতে হবে।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)।
পদের সংখ্যা : ১০টি।
আবেদনের যোগ্যতা : পুরকৌশল প্রকৌশলে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : মেকানিক্যাল প্রকৌশলে দ্বিতীয় বিভাগের ডিপ্লোমা।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
উপরি উক্ত সব পদের বয়সসীমা : ৩০ বছর।
পদের নাম : প্রধান ইমরাত পরিদর্শক।
পদের সংখ্যা : ১২টি।
আবেদনের যোগ্যতা : স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন সাত বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
বয়সসীমা : ৩৫ বছর।
পদের নাম : হিসাবরক্ষক।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০/-
পদের নাম : তত্ত্বাবধায়ক।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : এস্টেট পরিদর্শক।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : কানুনগো।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : ৪ বছর মেয়াদি সার্ভে (জরিপ) ডিপ্লোমা।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : ইমারত পরিদর্শক।
পদের সংখ্যা : ৫৯টি।
আবেদনের যোগ্যতা : স্থাপত্য বা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : নথিরক্ষণ কর্মকর্তা।
পদের সংখ্যা : ৬টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০/-
পদের নাম : সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস এবং প্রার্থীর কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : নিরীক্ষক।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : বাণিজ্যে স্নাতক ডিগ্রিসহ কম্পিউার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : উচ্চমান সহকারী।
পদের সংখ্যা : ৯টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
উপরি উক্ত সব পদের বয়সসীমা : ৩০ বছর।
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ১২টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস এবং প্রার্থীর কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
বয়সসীমা : ২৫ বছর।
পদের নাম : ফটোগ্রাফার।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টফিকেটসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : সার্ভেয়ার।
পদের সংখ্যা : ৩৭টি।
আবেদনের যোগ্যতা : চার বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা।
বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০/-
পদের নাম : অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান এবং অটোমোবাইল বা মেকানিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেটসহ হালকা ও ভারী গাড়ি বা হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ি চালনা, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০/-
পদের নাম : লিফটম্যান।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ লিফট রক্ষণাবেক্ষণ কাজে প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও অভিজ্ঞ।
বেতন স্কেল : ৯০০০-২১৮০০/-
উপরি উক্ত সব পদের বয়সসীমা : ৩০ বছর।
আবেদন ফরম পূরণ করা : পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা যঃঃঢ়://ৎধলঁশ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১০ জুন ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত।
ওই সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ী প্রস্থ ৩০০) ঢ়রীবষ ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ী প্রস্থ ৮০) ঢ়রীবষ স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।
অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের রঙিন প্রিন্টকপি পরীক্ষা-সংক্রান্ত প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
এসএমএস পাঠানো ও আবেদন ফি জমা দেয়া : অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারবি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি টংবৎ ওউ, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধহঃ'ং ঈড়ঢ়ু পাবেন। ওই অঢ়ঢ়ষরপধহঃ'ং ঈড়ঢ়ু প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অঢ়ঢ়ষরপধহঃ'ং কপিতে একটি টংবৎ ওউ নম্বর দেয়া থাকবে এবং টংবৎ ওউ নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দু’টি এসএমএস করে পরীক্ষার ফি ও টেলিটক সার্ভিস চার্জসহ ক্রমিক নম্বর ১-৮ ভুক্ত পদের বিপরীতে ৭০০ টাকা এবং ক্রমিক নম্বর ৯-২৫ ভুক্ত পদের বিপরীতে ৫০০ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://ৎধলঁশ.ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা রাজউকের ওয়েবসাইট িি.িৎধলঁশফযধশধ.মড়া.নফ -তে এবং প্রার্থীর মোবাইল ফোনে ঝগঝ-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। এসএমএসে পাঠানো টংবৎ ওউ এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় দেখাবেন।

 


আরো সংবাদ



premium cement