২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শিক্ষা মন্ত্রণালয়ে ৩৬ জন নিয়োগ

-

পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে নিচের পদগুলোতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ২১ মে ২০১৯, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত ও সাঁটলিপিতে গতি-ইংরেজিতে ১০০ শব্দ, বাংলায় ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পদের নাম : অডিটর।
পদের সংখ্যা : ৮টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩৫ বছর।
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ৮টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পদের নাম : রেকর্ডকিপার।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
পদের সংখ্যা : গাড়িচালক।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাসসহ ভারী এবং হালকা যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম : ফটোকপি অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি পাস।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম : ক্যাশ সরকার।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি পাস।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ৯টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম : নিরাপত্তা প্রহরী।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
বয়সসীমা : ০১-০৮-২০১৮ তারিখে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
উপরি উক্ত পদে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : মানিকগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, শেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, হবিগঞ্জ। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তযোদ্ধার পুত্র/কন্যা ও পুত্র/কন্যার পুত্র/কন্যা এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জরুরি তথ্য : মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্রের মূলকপি দেখাতে হবে এবং পূরণকৃত আবেদন ফরমসহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। ১, ২, ৩ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
আবেদনপত্র পূরণ করা : প্রার্থীরা যঃঃঢ়/ফরধ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ২১ মে ২০১৯, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ওই সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়/ফরধ.ঃবষবঃধঃশ.পড়স.নফ অথবা পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের ডবনংরঃব.িি.িফরধ. মড়া.নফ-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। এসএমএসে পাঠানো টংবৎ ওউ এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় দেখাবেন।


আরো সংবাদ



premium cement