শিক্ষা মন্ত্রণালয়ে ৩৬ জন নিয়োগ
- ০৪ মে ২০১৯, ০০:০০
পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে নিচের পদগুলোতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ২১ মে ২০১৯, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত ও সাঁটলিপিতে গতি-ইংরেজিতে ১০০ শব্দ, বাংলায় ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পদের নাম : অডিটর।
পদের সংখ্যা : ৮টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩৫ বছর।
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ৮টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পদের নাম : রেকর্ডকিপার।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
পদের সংখ্যা : গাড়িচালক।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাসসহ ভারী এবং হালকা যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম : ফটোকপি অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি পাস।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম : ক্যাশ সরকার।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি পাস।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ৯টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম : নিরাপত্তা প্রহরী।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর।
বয়সসীমা : ০১-০৮-২০১৮ তারিখে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
উপরি উক্ত পদে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : মানিকগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, শেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, হবিগঞ্জ। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তযোদ্ধার পুত্র/কন্যা ও পুত্র/কন্যার পুত্র/কন্যা এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জরুরি তথ্য : মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্রের মূলকপি দেখাতে হবে এবং পূরণকৃত আবেদন ফরমসহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। ১, ২, ৩ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
আবেদনপত্র পূরণ করা : প্রার্থীরা যঃঃঢ়/ফরধ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ২১ মে ২০১৯, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ওই সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়/ফরধ.ঃবষবঃধঃশ.পড়স.নফ অথবা পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের ডবনংরঃব.িি.িফরধ. মড়া.নফ-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। এসএমএসে পাঠানো টংবৎ ওউ এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় দেখাবেন।