বাংলাদেশ শিপিং করপোরেশনে ৪৫ জন নিয়োগ
- ২০ এপ্রিল ২০১৯, ০০:০০
বাংলাদেশ শিপিং করপোরেশনে উচ্চমান সহকারী, ইলেকট্রিশিয়ান, মেশন, ফ্রিজ মেকানিক, ডিজেল মেকানিক, পাম্প ফিটার, অফিস সহায়ক ও হেলপার-এর নিচের শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ : ৬ মে ২০১৯, রাত ১২টা পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : উচ্চমান সহকারী।
পদের সংখ্যা : ১৫টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০/-
পদের নাম : ইলেকট্রিশিয়ান।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা ট্রেড কোর্স সার্টিফিকেট।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : মেশন।
পদের সংখ্যা : ০১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা ট্রেড কোর্স সার্টিফিকেট।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : ফ্রিজ মেকানিক।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা ট্রেড কোর্স সার্টিফিকেট।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : ডিজেল মেকানিক।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা ট্রেড কোর্স সার্টিফিকেট।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : পাম্প ফিটার।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা ট্রেড কোর্স সার্টিফিকেট।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ১০টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : হেলপার।
পদের সংখ্যা : ১০টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
অনলাইনে আবেদন করা : আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়েবসাইটে (যঃঃঢ়://নংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ) নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ : ৬ মে ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র ঝঁনসরঃ-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ´ প্রস্থ ৮০ ঢ়রীবষ ও ঋরষব ংরুব সধীরসঁস ৬০ শন)। রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ´ প্রস্থ ৩০০ ঢ়রীবষ ও ঋরষব ংরুব সধীরসঁস ১০০ শন) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একট প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
এসএমএস পাঠানো ও পরীক্ষার ফি জমা দেয়া : অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং ঝরমহধঃঁৎব ঁঢ়ষড়ধফ করে আবেদনপত্র ঝঁনসরঃ করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারবি দেখা যবে। নির্ভুলভাবে আবেদনপত্র ঝঁনসরঃ করা সম্পন্ন হলে প্রার্থী একটি টংবৎ ওউ, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধহঃ’ং ঈড়ঢ়ু পাবেন। ওই অঢ়ঢ়ষরপধহঃ’ং ঈড়ঢ়ু প্রার্থী প্রিন্ট অথবা উড়হিষড়ধফ করে সংরক্ষণ করবেন। অঢ়ঢ়ষরপধহঃ’ং কপিতে একটি টংবৎ ওউ নম্বর দেয়া থাকবে এবং টংবৎ ওউ নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর ক্রমিকের প্রতিটি পদের জন্য ১০০ টাকা এবং ৭ থেকে ৮ নম্বর ক্রমিকের প্রতিটি পদের জন্য ৫০ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://নংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। এসএমএস-এ প্রেরিত টংবৎ ওউ এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেনুর নাম ইত্যাদি সংবলিত প্রবেশপত্র প্রার্থী উড়হিষড়ধফ পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে দেখাবেন। প্রবেশপত্র উড়হিষড়ধফ-এর তারিখ পরে ঝগঝ-এর মাধ্যমে জানানো হবে।
কাগজপত্র পাঠানোর ঠিকানা : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশের পরের ৫ দিনের মধ্যে (প্রবেশপত্রের কপিসহ) সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) এবং সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মহাব্যবস্থাপক (প্রশাসন), বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম বরাবরে পাঠাতে হবে।