২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্যারিয়ার গড়তে গ্রিন ইউনিভার্সিটির সিএসই

-

ইনফরমেশন টেকনোলজির যুগান্তকারী পরিবর্তন বিশ্বের প্রায় বেশির ভাগ মানুষের কাছে পৌঁছে গেছে। মূলত এই চিন্তা-চেতনার প্রেক্ষাপটে দেশের বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করে মানসম্মত উপায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশে কম্পিউটার সায়েন্স পড়ার দু’টি উদ্দেশ্য। এক. কম্পিউটার বিজ্ঞানী হওয়া; দুই. সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। কিন্তু যেখান থেকেই পড়া হোক শেখার উদ্দেশ্যে পড়লে, জিপিএ ভালো থাকলে তাদের অনেক সুযোগ আছে।
গ্রিন ইউনিভার্সিটির সিএসই : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রিন ইউনিভার্সিটির সিএসই কেন বেস্ট অপশন; তার কারণ হলোÑ বাংলাদেশে যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে; এর মধ্যে যে কয়েকটি প্রতিষ্ঠানের ‘সিএসই’ বিভাগ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) স্বীকৃতির আওতাভুক্ত; এর মধ্যে গ্রিন ইউনিভার্সিটি অন্যতম। অভিজ্ঞ শিক্ষক, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ আইইবি কর্তৃক অ্যাক্রিডিটেশন পেয়েছে এ ভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। এ সনদ অর্জন করায় বিশ্ববিদ্যালয়টির সিএসই স্নাতকধারীরা পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতির জন্য ‘আইইবি’তে আবেদন করতে পারবেন এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি বা চাকরির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হবেন ।
পড়াশোনার খরচ : প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে প্রথমেই আসে খরচের প্রশ্ন। এ ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়গুলো বিএসসি-ইন সিএসই করতে সর্বনি¤œ পাঁচ থেকে ১০-১২ লাখ টাকা পর্যন্ত টিউশন ফি নিচ্ছে; গ্রিন ইউনিভার্সিটিতে সেখানে তিন থেকে চার লাখ টাকায় পড়া যায়। আর ডিপ্লোমাতে নেয়া হয় সর্বোচ্চ তিন লাখ টাকা। তবে ওয়েভার পলিসি থাকায় এই খরচ আরো কম হয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেও গ্রিন ইউনিভার্সিটির সিএসইর অবস্থান সুদৃঢ়। বিজ্ঞান অনুষদভুক্ত এ বিভাগে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ (বুয়েট, ঢাবি) ছাড়াও যুক্তরাষ্ট্র, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ডিগ্রিপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক (পূর্ণকালীন) দিয়ে পরিচালিত হচ্ছে। এখানে রয়েছে ওয়াইফাই সমৃদ্ধ ক্যাম্পাস, কম্পিউটার ব্যবহারের সুযোগ এবং মাল্টিমিডিয়া ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
সিএসই বিভাগের বৈশিষ্ট্য : সিএসই বিভাগে আন্তর্জাতিক মানের ক্লাসরুম; পর্যাপ্ত যন্ত্রপাতিসজ্জিত এনালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব; কম্পিউটার হার্ডওয়্যার ল্যাব; মাইক্রোপ্রসেসর ল্যাব; মাইক্রোকন্ট্রোলার ল্যাব; সফটওয়্যার শিক্ষার নিমিত্তে সর্বশেষ কনফিগারেশন সমৃদ্ধ কম্পিউটার; উইন্ডোজ নির্ভর ও-লিনাক্স বা ইউনিক্স ভিত্তিক ল্যাব; ব্রডব্যান্ড ও ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছেÑ যা প্রত্যেক শিক্ষার্থীর জন্যই উন্মুক্ত।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কম্পিউটার সমৃদ্ধ ল্যাব ছাড়াও আছে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা। এর বাইরেও গবেষণার জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি ও ডিজিটাল সেমিনার লাইব্রেরি রয়েছে, যা এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য।
ভর্তি তথ্য : গ্রিন ইউনিভার্সিটিতে চার বছর মেয়াদি (১২ সেমিস্টারে ১৪৪ ক্রেডিট) বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির যোগ্যতাÑ এসএসসি ও এইচএসসি (বা সমপর্যায়ের) পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা জিপিএ-২.৫ বা ‘ও’ লেভেলে পাঁচটি বিষয় ও ‘এ’ লেভেলে দু’টি বিষয়ে পাস করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে তিন বছর চার মাস মেয়াদি (১৩০.৫ ক্রেডিট, ১০ সেমিস্টার) বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির যোগ্যতাÑ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিল্পোমা।
যোগাযোগ : ২২০/ডি, বেগম রোকেয়া সরণি, ঢাকা। স্থায়ী ক্যাম্পাস : পূর্বাচল আমেরিকান সিটি, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ফোন: ০১৭৫৭০৭৪৩০৯, ০১৭৫৭০৭৪৩০৩, ০১৭৫৭০৭৪৩০৪। ওয়েব : িি.িমৎববহ.বফঁ.নফ


আরো সংবাদ



premium cement
পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে নিহত ৮২ হেফাজত নেতাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক সোমবার ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট, ফেরি চলাচল ব্যাহত সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি দ্বিতীয় দিনের মতো বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ মা‌টিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত নোয়াখালীতে বিএনপি নেতার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ইন্দুরকানীতে বিএনপি নেতা আব্দুল লতিফ হাওলাদারের দাফন সম্পন্ন

সকল