২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পরিবেশ অধিদফতরে ৬৪ জন নিয়োগ

-

পরিবেশ অধিদফরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত। লিখেছেন মাহমুদ কবীর
পদের নাম : সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৭টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি সম্পন্ন।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : গবেষণাগার সহকারী।
পদের সংখ্যা : ৫টি।
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০/-
পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি সম্পন্ন।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : নমুনা সংগ্রহকারী।
পদের সংখ্যা : ৮টি।
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : স্টোরকিপার।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি (বাণিজ্য) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : গাড়ি চালক।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাসসহ হালকা ও ভারী মোটরযান চালানোর বৈধ লাইসেন্স।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট।
পদের সংখ্যা : ১৯টি।
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ১৬টি।
আবেদনের যোগ্যতা : অন্যূন অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
বয়সসীমা : প্রার্থীর বয়স ২৪/০২/২০১৯ তারিখে ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীদের ক্ষেত্রে ৩০ বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
উপরি উক্ত পদে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : সব জেলার/ কোটার প্রার্থী আবেদন করতে পারবেন।
জরুরি তথ্য : কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
আবেদনপত্র পূরণ করা : প্রার্থীরা যঃঃঢ়://ফড়ব.ঃবষবঃধষশ.পড়স.নফ এই ওয়েবসাইটে আবদেনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ২৪ ফেব্রুযারি ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত। ওই সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ঙহষরহব আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ´ প্রস্থ ৩০০) চরীবষ ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ´ প্রস্থ ৮০) চড়রীবষ স্ক্যান করে নির্ধারিত স্থানে টঢ়ষড়ধফ করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০কই ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০কই হতে হবে। ঙহষরহব আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু ঙহষরহব-এ আবেদনপত্র ঝঁনসরঃ করার পূর্বে পূরণকৃত সব তথ্য সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী ঙহষরহব-এ পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঝগঝ পাঠানো ও পরীক্ষার ফি দেয়া : অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং ঝরমহধঃঁৎব টঢ়ষড়ধফ করে করে আবেদনপত্র সাবমিট করা শেষ হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষপধহঃ’ং ঈড়ঢ়ু পাবেন। ওই অঢ়ঢ়ষরপধহঃ’ং ঈড়ঢ়ু কপি প্রার্থী প্রিন্ট অথবা উড়ধিষড়ধফ করে সংরক্ষণ করবেন। অঢ়ঢ়ষরপধহঃ’ং কপিতে একটি টঝঊজ ওউ নম্বর দেয়া থাকবে এবং টঝঊজ ওউ নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো ঞবষবঃধষশ ঢ়ৎব-ঢ়ধরফ সড়নরষব নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ থেকে ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন। ঙহষরহব-এ আবেদনপত্রের সব অংশ পূরণ করে ঝঁনসরঃ করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://ফড়ব.ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা উঙঊ ডবনংরঃব:িি.িফড়ব.মড়া.নফ -এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে ঝগঝ-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। ঝগঝ-এ পাঠানে টংবৎ ওউ এবং চধংংড়িৎফ ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র প্রার্থী উড়হিষড়ধফ পূর্বক চৎরহঃ (সম্ভব হলে রঙিন) করে নেবেন। প্রার্থী এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে দেখাবেন।

 


আরো সংবাদ



premium cement
১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ হেফাজতের সমাবেশে গণহত্যা : হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বড় অগ্রাধিকার : উপদেষ্টা টেকনাফে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ

সকল