২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩০০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংবিধি অনুযায়ী সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে অথবা সরাসরি আবেদনপত্রের
মাধ্যমে (একজন প্রার্থী যেকোনো একভাবে) আবেদন করতে পারবেন। অনলাইনে অথবা সরাসরি আবেদনপত্র জমা দেয়ার
শেষ তারিখ : আগামী ২৬ নভেম্বর ২০১৮, বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। লিখেছেন মাহমুদ কবীর

 

পদের নাম : সিনিয়র স্টাফ নার্স।
পদের সংখ্যা : ৩০০টি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)।
অনলাইনে অথবা সরাসরি আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও জমা দেয়ার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০১৮, বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে অনলাইনে অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের কক্ষ নম্বর-১৮তে (ব্লক-বি, নিচতলা) সরাসরি আবেদনপত্র (তিন সেট) জমা দেয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন।
পরীক্ষার ফি জমা দেয়া : প্রার্থীদের পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যেকোনো অনলাইন শাখায় রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে পূবালী ব্যাংক লি:, শাহবাগ এভিনিউ শাখা, ঢাকার অ্যাকাউন্ট নম্বর ঝঞউ-৪৩০-এর বিপরীতে আগামী ২৫ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে ৫০০ টাকা জমা দিয়ে রশিদের কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেয়ার এক দিন পর আবেদনপত্র জমা দেয়া (অনলাইন অথবা সরাসরি) যাবে।
বয়সসীমা : ২৬ নভেম্বর ২০১৮ তারিখে আবেদনকারীর বয়স ৩০ বছর হতে হবে (‘মুক্তিযোদ্ধা পোষ্য’ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর হতে হবে)।
জেনে রাখুন : অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০দ্ধ২৪০ পিক্সেল), স্বাক্ষরের ছবি (৩০০দ্ধ৮০ পিক্সেল), টাকা জমার ব্যাংক রশিদের কপি এবং ‘মুক্তিযোদ্ধা পোষ্য’ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে টঢ়ষড়ধফ করতে হবে। আবেদন করার সময় প্রদত্ত ঞৎধপশরহম ঘঁসনবৎ এবং প্রার্থীর নির্বাচিত চধংংড়িৎফ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময়ে অফসরঃ ঈধৎফ প্রিন্ট করাসহ আবেদনপত্র-সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ঞৎধপশরহম ঘঁসনবৎ এবং চধংংড়িৎফ ব্যবহার করতে হবে। যেসব প্রার্থী সরাসরি আবেদনপত্র জমা দেয়ার মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক, তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িনংসসঁ.বফঁ.নফ) থেকে আবেদনপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করে জমা দেয়ার মাধ্যমে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রের সাথে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও নির্দিষ্ট হিসাব নম্বরের অনুকূলে ৫০০ টাকা জমার ব্যাংক রশিদের কপি সংযুক্ত করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহ : প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর ২০১৮ থেকে তার মোবাইল ফোনে ইতোমধ্যে প্রাপ্ত ঞৎধপশরহম ঘঁসনবৎ এবং চধংংড়িৎফ ব্যবহার করে অফসরঃ ঈধৎফ প্রিন্ট করে নিতে পারবেন। এ ছাড়াও লিখিত ও মৌখিক পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িনংসসঁ.বঁফ.নফ), এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে জানানো হবে।
জরুরি তথ্য : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।
মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় যেসব কাগজপত্র দেখাতে ও জমা দিতে হবে : প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র টঢ়ষড়ধফ বা জমা দিতে হবে না, তবে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিচের সনদপত্রগুলোর মূলকপি দেখাতে হবে এবং এক সেট ফটোকপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) অফিসে ব্যবহারের জন্য জমা দিতে হবে :
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র;
২. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রেশন সনদ;
৩. জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ;
৪. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন/পৌরসভার চেয়ারম্যান/ কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
৫. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র;
৬. ‘মুক্তিযোদ্ধা পোষ্য’ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র।


আরো সংবাদ



premium cement