২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দরকারী পরামর্শ

-

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০১৯ সালের জানুয়ারি
মাসে অনুষ্ঠিত হতে পারে। তাই ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থীরা প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। আপনি কখনোই ভাববেন না, বিসিএস ক্যাডার না
হলে লাইফ থেমে যাবে। তবে এটাও ভুলে যাবেন না, বিসিএস ক্যাডারের চেয়ে সম্মানের আর কোনো পেশা এ মুহূর্তে
বাংলাদেশে নেই। সামনের কয়েকটি দিন প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। এ সম্পর্কে লিখেছেন মাহমুদ কবীর
৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০১৯ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে। তাই ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। এতে নম্বর থাকবে ২০০। প্রার্থীরা প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। কাজেই এ স্বল্প সময়ে আপনারা বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানÑ বাংলাদেশ বিষয়াবলিতে যেভাবে প্রস্তুতি নেবেন তার দরকারি পরামর্শ নিচে দেয়া হলোÑ
১। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ভাষা থেকে ১৫ নম্বর এবং সাহিত্য অংশ থেকে ২০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। বাংলা ভাষা অংশে প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস সম্পর্কিত সাধারণ আলোচনা এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর গুরুত্ব দিয়ে পড়তে হবে।
২। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ থেকে ৫ নম্বর এবং আধুনিক যুগ (১৮০১-বর্তমান) থেকে ১৫ নম্বরের প্রশ্ন আসে। কাজেই বাংলা ভাষা ও সাহিত্যে পূর্ণ নম্বর পেতে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই গুরুত্ব দিয়ে পড়বেন।
যেমনÑ প্রশ্ন : ‘সন্ধ্যাভাষা’Ñ যে সাহিত্যকর্মের সাথে যুক্ত?
উত্তর : চর্যাপদ।
প্রশ্ন : ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয় কোন সালে?
উত্তর : ১৮৬১ সালে।
প্রশ্ন : ‘চর্যাপদ’-এর আবিষ্কারক কে?
উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী।
৩। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি বিষয়ে গ্রামারে নম্বর থাকে ২০। এ জন্য ইংরেজি গ্রামারের ঠড়রপব, ঘধৎৎধঃরড়হ, চধৎঃং ড়ভ ঝঢ়ববপয, অফলবপঃরাব, অফাবৎন, অহধষড়মু, চৎবঢ়ড়ংরঃরড়হ, ওফরড়সং ধহফ চযৎধংব, ঠবৎন, ঈড়ৎৎবপঃরড়হ, জরমযঃ ভড়ৎস ড়ভ াবৎন, ঝঢ়বষষরহম, ঈষধঁংব, ঈড়হফরঃরড়হষ ঝবহঃবহপব, ঝঁনলবপঃ ঠবৎন অমৎববসবহঃ, ঞৎধহংভড়ৎসধঃরড়হং, চধৎঃরপরঢ়ষব, এবৎঁহফ, ওহভরহরঃরাব, ঞবহংব, ঝবহঃবহপব, ঠড়পধনঁষধৎু, ঝুহড়হুসং, অহঃড়হুসং, ঊীঢ়ৎবংংরড়হং ধহফ উবভরহরঃরড়হং বিষয় থেকে প্রশ্ন আসে। তাই এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বেন।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি বিষয়ে খরঃবৎধঃঁৎব-এ নম্বর থাকে ১৫। পরীক্ষায় ঊষরুধনবঃযধহ চবৎরড়ফ থেকে ২১ংঃ ঈবহঃঁৎু পর্যন্ত সাহিত্যিকদের বিভিন্ন সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে। এ ছাড়া উৎধসধ/ চড়বঃৎু ড়ভ ফরভভবৎবহঃ অমবং থেকেও কোটেশন ধরনের প্রশ্ন আসতে পারে।
যেমনÑ প্রশ্ন : ঞযব ধঁঃযড়ৎ ড়ভ ‘গধহ ধহফ ঝঁঢ়বৎসধহ’?
উত্তর : এ. ই ঝযধি
৪। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলিতে নম্বর থাকে ৩০। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে প্রাচীন বাংলা, সুলতানি আমল, বাংলার মুঘল শাসন, নবাবী অমল, ইউরোপীয়দের আগমন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন, ব্রিটিশ সরকারের ভারত শাসন, সংস্কার আন্দোলন ও বাংলার জাগরণ, ভারত বিভাগ পূর্ব রাজনীতি, পাকিস্তান আমলে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ, অবস্থান, ভূ-প্রকৃতি ও জলবায়ু; জাতীয় বিষয়াবলি, নদ-নদী, বিল, হাওর ও সমুদ্র, চর-দ্বীপ-পাহাড়, পর্বত, জলপ্রপাত ও ঝরনা, কৃষিজসম্পদ, বীজসম্পদ, অর্থনীতি, শিল্প ও বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, জাতীয় সংসদ ও নির্বাচন, সংবিধানের সংশোধনী, পরিবহন ও যোগাযোগ, জনসংখ্যা ও উপজাতি, ঐতিহাসিক স্থান, স্থাপনা, জাদুঘর, স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য-সংস্কৃতি ও সম্মাননা, বাংলাদেশ ও বহির্বিশ্ব, প্রতিষ্ঠান ও সংস্থা, ক্রীড়াজগৎ, ছিটমহল, আয়তন, সীমানা, নদীবন্দর, প্রাণিসম্পদ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন বিভাগ ও জাতীয় পুরস্কার থেকে প্রশ্ন আসতে পারে। কাজেই উপরিউক্ত বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বেন।


আরো সংবাদ



premium cement