২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এক হাজার জন অস্থায়ী ব্যাটালিয়ন আনসার নিয়োগ

-

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০০০টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ (শুধু পুরুষ) পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদের ছয় বছর সন্তোষজনক চাকরি শেষে স্থায়ী করা হবে। উপযুক্ত আগ্রহী প্রার্থীদের নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির কাছে শারীরিক যোগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে (মোবাইলে ঝগঝ-এর মাধ্যমে তারিখ এবং সময় জানিয়ে দেয়া হবে)। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের জন্য আনসার ভিডিপি অ্যাকাডেমি, সফিপুর, গাজীপুরে যোগদান করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাস।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
প্রার্থীদের বয়সসীমা : ৩০-১১-২০১৮ তারিখে প্রার্থীদের বয়স ১৮-২২ বছর হতে হবে।
শারীরিক যোগ্যতা : উচ্চতা (সর্বনিম্ন) : সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন (ন্যূনতম) : সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। বুকের মাপ : সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮-৮৬.৩৬ সে.মি. (৩২-৩৪ ইঞ্চি) এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২-৮১.২৮ সে.মি. (৩০ থেকে ৩২ ইঞ্চি)।
দৃষ্টিশক্তি : ৬/৬। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। অগ্রাধিকার : অধিক উচ্চতা, তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্বের অধিকারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ও আবেদন ফরম পূরণ করার শেষ তারিখ : ইউনিয়ন ডিজিটাল সেন্টার (টউঈ) অথবা যেকোনো অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে (িি.িধহংধৎাফঢ়.মড়া.নফ) ‘ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন’ লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। ওই লিংকটি আগামী ৩০ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ ২০০ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ/ রকেট/ মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনকালে আবেদন জমা দেয়া ও ফি পরিশোধে কোনো সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭, ০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যোগাযোগ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন থেকে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা দেখাতে হবে।
জরুরি তথ্য : প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম, পেনসিল, স্কেল ও ক্লিপবোর্ড সাথে আনতে হবে। প্রাপ্য ভাতা ও সুযোগ সুবিধা : চাকরিকালীন ভাতা (দৈনিক) : সমতল এলাকাÑ মোট ৫১৬.৬৬ টাকা, পাহাড়ি এলাকাÑ মোট ৫৩৩.৩৩ টাকা। উৎসব ভাতা : ১০০০০ টাকা হারে বছরে দু’টি উৎসব ভাতা।
রেশন সামগ্রী : সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যে প্রতি মাসে পারিবারিক রেশন। চিকিৎসা : অঙ্গীভূত ‘ব্যাটালিয়ন আনসার’ অসুস্থ হলে নিজের এবং পরিবারের আপন সদস্যদের সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় কর্তৃপক্ষ বহন করবে।
খ. প্রশিক্ষণকালীন : দৈনিক ভাতা ১৫০ টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা। গ. অবসরকালীন : একনাগাড়ে পাঁচ বছর সন্তোষজনক অঙ্গীভূত থাকার পর সাধারণভাবে অবসর গ্রহণের সময় প্রতি বছর চাকরিকালের জন্য দুই মাসের সমপরিমাণ ভাতা (শুধু দৈনিক/খোরাকি ভাতা) হিসেবে সর্বোচ্চ ১২ মাসের দৈনিক ভাতা গ্রাচুইটি হিসেবে এককালীন প্রাপ্য হবেন।
দুর্ঘটনাজনিত কারণে বিশেষ অনুদান : মৃত্যুজনিত কারণে ক্ষতিপূরণ ও পারিবারিক অনুদান : কর্তব্যরত অবস্থায় কোনো ব্যাটালিয়ন আনসার নিহত হলে তার পরিবার নি¤œলিখিত হারে অনুদান পাবেনÑ সকল ব্যাটালিয়ন আনসার সদস্য কর্মরত অবস্থায় স্বাভাবিক মৃত্যুজনিত কারণে ৫০০০০ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে দ্বিগুণ অর্থাৎ ১০০০০০ টাকা জীবন বীমার সুযোগ বিদ্যমান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কোনো ব্যাটালিয়ন আনসার সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হলে তার পরিবারকে ৫০০০০০ টাকা এবং গুরুতর আহত হলে তাকে ২০০০০০ টাকা আর্থিক অনুদান দেয়া হবে।
প্রশিক্ষণকাল : ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে। চাকরির মেয়াদ ছয় বছর পূর্ণ হলে প্রচলিত নিয়ম অনুসরণপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।
জেনে রাখুন : সরকারি বিধি অনুযায়ী সর্বপ্রকার কোটা সংরক্ষণ করা হবেÑ
১. আনসার ও ভিডিপি সদস্যদের ক্ষেত্রে : জেলা কমান্ড্যান্ট/আনসার ভিডিপি অ্যাকাডেমি কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ সনদপত্র দেখাতে হবে।
২. মুক্তিযোদ্ধার পুত্র/পুত্র-কন্যার পুত্রদের ক্ষেত্রে : ক. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/পুত্র-কন্যার পুত্রদের ক্ষেত্রে প্রার্থীদের পিতা/ মাতা/ পিতামহ/মাতামহের নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের মূলকপি, যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী) কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত থাকতে হবে।
৩. এতিমদের ক্ষেত্রে : সরকারি ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত এতিমখানার প্রধান কর্মকর্তা কর্তৃক দেয়া প্রশংসাপত্র, যাতে প্রার্থীর পূর্বতন স্থায়ী ঠিকানা, জন্ম ও এতিমখানা নিবাসের নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বর এবং জেলা/ উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।
৪. উপজাতি/আদিবাসী প্রার্থীদের ক্ষেত্রে : উপজাতি/আদিবাসী প্রার্থীদের সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে। হ মাহমুদা সুলতানা


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল