চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৮ জন নিয়োগ
- ৩০ জুন ২০১৮, ০০:০০
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে। অনলাইনে আবেদন জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ২৪ জুলাই ২০১৮, রাত ১২টা পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : সিনিয়র মেডিক্যাল অফিসার (গাইনি)।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এমবিবিএস ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা। গাইনিতে রেজিস্ট্রার/আরএস হিসেবে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। অবস্ট্যাটিক ও গাইনোকোলজিতে স্নাতকোত্তর ডিপ্লোমা/ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
২৪ জুলাই ২০১৮ তারিখে বয়সসীমা : ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ্ব ৩৫ বছর।
পদের নাম : সিনিয়র মেডিক্যাল অফিসার (বি.টি.)।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এমবিবিএস ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা। রক্তসঞ্চালন কেন্দ্রে ৪ বছরের অভিজ্ঞতা। রক্ত সঞ্চালন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা/ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
২৪ জুলাই ২০১৮ তারিখে বয়সসীমা : ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ্ব ৪০ বছর।
পদের নাম : দন্ত বিশেষজ্ঞ।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এমবিবিএস ডিগ্রিসহ নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর/ ডিপ্লোমা/ডিগ্রি/ফেলোশিপ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
২৪ জুলাই ২০১৮ তারিখে বয়সসীমা : ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ্ব ৪৫ বছর।
পদের নাম : চু বিশেষজ্ঞ।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এমবিবিএস ডিগ্রিসহ নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর/ ডিপ্লোমা/ডিগ্রি/ফেলোশিপ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
২৪ জুলাই ২০১৮ তারিখে বয়সসীমা : ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ্ব ৪৫ বছর।
পদের নাম : রেডিওলজিস্ট।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এমবিবিএস ডিগ্রিসহ ১ বছরের ইন-সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে। সার্জারি/মেডিসিন/গাইনোকোলজি/ চু/ ইএনটি/ রেডিওগ্রাফি পেডিয়াট্রিকে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
২৪ জুলাই ২০১৮ তারিখে বয়সসীমা : ন্যূনতম ১৮ বছর, অনূর্র্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।
পদের নাম : ড্রেসার ।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এসএসসিসহ হাসপাতালে ড্রেসারের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে সনদধারীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৯০০০-২১৮০০/-
২৪ জুলাই ২০১৮ তারিখে বয়সসীমা : ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।
অনলাইনে আবেদন ফরম পূরণ করা : আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট লড়নংপঢ়ধ.ড়ৎম-তে অনলাইন চাকরির আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে। অনলাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০ ী ৩০০ রেজুলেশনে সর্বোচ্চ ২৫ কিলোবাইটের লঢ়ম/লঢ়বম ফরমেটে সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০ ী ৮০ সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর সংবলিত তার আবেদনের একাধিক প্রিন্টকপি (হার্ডকপি) ও একই রেজিস্ট্রেশন নম্বরসংবলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার পে-সিøপ ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। সোনালী ব্যাংকের যেকোনো শাখায় (পোর্ট শাখা, চট্টগ্রাম ছাড়া) ওই পে-সিøপ দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ ক্রমিকের পদের ক্ষেত্রে ২০০ টাকা এবং ৬ নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে ১০০ টাকা; ও ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে। (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/ডিটি গ্রহণযোগ্য নয়) এবং আবেদনের হার্ডকপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ২৪ জুলাই ২০১৮, রাত ১২টা পর্যন্ত। সোনালী ব্যাংক লিমিটেডে ফি জমা দেয়ার শেষ
তারিখ : ২৬ জুলাই ২০১৮।