আইইবি অর্জন ও ক্যারিয়ার গড়তে গ্রিন ইউনিভার্সিটির সিএসই ও ইইই বিভাগ
- ৩০ জুন ২০১৮, ০০:০০
শিক্ষার মানোন্নয়নে গ্রিন ইউনিভার্সিটিতে এবার নতুন পালক যোগ হলো। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কর্তৃক অ্যাক্রেডিটেশন পেল গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। বাংলাদেশে যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে; এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান আইইবি স্বীকৃতির আওতাভুক্ত। এই সনদ অর্জন করায় বিশ্ববিদ্যালয়টির সিএসই ও ইইই স্নাতকধারীরা পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতির জন্য আইইবিতে আবেদন করতে পারবেন। এ ছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি বা চাকরির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হবেন তারা।
কেন গ্রিন ইউনিভার্সিটির সিএসই/ইইই : উচ্চশিক্ষার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রিন ইউনিভার্সিটির সিএসই বা ইইই বিভাগ ‘বেস্ট অপশন’ হতে পারে। কারণ, দেশের যেকোনো মানসম্মত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন সিএসই বা ইইই পড়তে গেলে যেখানে সর্বনি¤œ পাঁচ থেকে ১০-১২ লাখ টাকা পর্যন্ত টিউশন ফি লাগে; সেখানে গ্রিন ইউনিভার্সিটি টিউশন ফি নিচ্ছে তিন থেকে চার লাখ। আর ডিপ্লোমায় নেয়া হয় সর্বোচ্চ তিন লাখ টাকা। তবে শিক্ষার্থীদের ওয়েভার পলিসির সুযোগ থাকায় এই খরচ আরো কমে আসছে।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেও গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদভুক্ত সিএসই ও ইইই বিভাগ দু’টিতে বুয়েট, ঢাবি ছাড়াও যুক্তরাষ্ট্র, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ডিগ্রিপ্রাপ্ত অভিজ্ঞ পূর্ণকালীন শিক দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে রয়েছে ওয়াইফাই-সমৃদ্ধ ক্যাম্পাস, কম্পিউটার ব্যবহারের অবাধ সুযোগ এবং মাল্টিমিডিয়া ও শীতাতপ নিয়ন্ত্রিত কাসরুম, প্রাক্টিক্যাল শিক্ষার জন্য সিএসইর অধীনে উন্নত ও পর্যাপ্ত যন্ত্রপাতি সজ্জিত কম্পিউটার হার্ডওয়্যার ল্যাব, প্রোগ্রামিং ল্যাব, রিসার্চ ল্যাব, নেটওয়ার্কিং ল্যাব, মাল্টিমিডিয়া অ্যান্ড গ্রাফিকসসহ বেশ কিছু ল্যাব রয়েছে। মডেল বা কনফিগারেশন-সমৃদ্ধ ল্যাবরেটরির এসব কম্পিউটার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক
ড. মো: আবদুর রাজ্জাক বলেন, উচ্চ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক, আপডেটেড সিলেবাস সর্বোপরি শিক্ষার মান ঠিক থাকলে আইইবির স্বীকৃতি পাওয়া যায়। গ্রিন ইউনিভার্সিটি সম্প্রতি তা পেয়েছে। এ ইউনিভার্সিটিতে ‘কোয়ালিটি এডুকেশন’ রয়েছে। অন্য দিকে ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব, অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ল্যাব, কন্ট্রোল সিস্টেম ল্যাব, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ল্যাবসহ ২০টি ল্যাবরেটরির মাধ্যমে পাঠদান চলছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে। ইইই চেয়ারম্যান অধ্যাপক ড. মো: ফায়জুর রহমান বলেন, ল্যাব ও অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে সাজানো ইইই বিভাগের অবস্থান অনেক ঊর্ধ্বে। সম্প্রতি এ ইউনিভার্সিটির আইইবি অ্যাক্রেডিটেশন লাভ এবং আইকিউএসির পিয়ার রিভিউ টিম কর্তৃক প্রথম শ্রেণীর সার্টিফিকেট পাওয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে।
স্কলারশিপ : এখানে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীার ফলাফলের ওপর ১০০% পর্যন্ত স্কলারশিপের সুবিধা রয়েছে। এখানে মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, ছাত্রী, ভাইবোন এবং স্বামী-স্ত্রী ভর্তি হলে রয়েছে বিশেষ ওয়েভার।
ভর্তি তথ্য : চার বছর মেয়াদি (১২ সেমিস্টারে ১৪৪ ক্রেডিট) বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ডিল্পোমায় ভর্তি তথ্যের জন্য যোগাযোগ : ০১৭৫৭০৭৪৩০১-০২, ০৩, ০৪ ওয়েব : িি.িমৎববহ.বফঁ.নফ