২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্যারিয়ার গড়তে ডিপ্লোমা কোর্সে পড়াশোনা

-

দেশের তরুণদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে বিশ্বের প্রতিটি দেশেই কারিগরি শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ক্রিয়েটিভ বিষয়ে যেসব কোর্স পরিচালিত হচ্ছে, তার প্রতিটিতে রয়েছে চাকরির সম্ভাবনা। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি পলিটেকনিকের পাশাপাশি যেসব বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) অন্যতম। এ প্রতিষ্ঠানটির ঢাকা ও নারায়ণগঞ্জে দু’টি ক্যাম্পাস সমৃদ্ধ। এনআইইটি শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাংকের অধীনে স্টেপ প্রকল্পের আওতায় মাসিক ৮০০ টাকা হারে উপবৃত্তি চালু রয়েছে। ভর্তিকৃত সব ছাত্রছাত্রী এই সুবিধা পাবে। বিস্তারিত জানতে ৬৯/ই, পান্থপথ, গ্রিন রোড, ঢাকা এ ঠিকানায় যোগাযোগ ও ফোন করুনÑ ০১৯৭১২২০০৯৯, ০১৮৪১৫৫১১৬৬। এনআইইটি আট বছর ধরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন, মেরিন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স ডিজাইন, গার্মেন্ট ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, গ্লাস টেকনোলজি, সার্ভেয়িং, সিরামিকস টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রিন্টিং, লেদার, কন্সট্রাকশন প্রভৃতি বিষয় পরিচালনা করছে। এখানে ছাত্রীদের বিনা বেতনে পড়ার সুযোগ রয়েছে। এখানে ডিপ্লোমা সম্পন্ন করে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। সুযোগ-সুবিধা : এ ইনস্টিটিউটে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও বিষয়ভিত্তিক ল্যাব ও ইন্ডাস্ট্রি লিংকেজ রয়েছে। এ ছাড়া এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ও ট্রেনিং, ওয়াইফাই ক্যাম্পাস, জব প্লেসমেন্ট সেল থেকে চাকরির ব্যবস্থা ও পাস করার পর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ করে দেয়া হয়। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা নিজস্ব সোনারগাঁও ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাবে। হ মোশাররফ হোসেন

 


আরো সংবাদ



premium cement