২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিটাকে বিভিন্ন পদে ৩৭ জন নিয়োগ

-

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা ও বগুড়া কেন্দ্রে
নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ২৮ জুন ২০১৮। লিখেছেন মাহমুদ কবীর
পদের নাম : জুনিয়র ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা : ৯টি।
আবেদনের যোগ্যতা : মেকানিক্যাল/ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং/মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : এস্টিমেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে যন্ত্র/তড়িৎ বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা প্রাপ্ত।
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০/-
পদের নাম : নি¤œমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটাএন্ট্রি ও টাইপে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ ও ইংরেজিতে ন্যূনতম ৩০ শব্দ গতি থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : টিএমজি-৩ (মেশিন টুলস অপারেটর/ টার্নার)।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : সরকার অনুমোদিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হতে মেশিন টুলস অপারেশন/টার্নার ট্রেডে এসএসসি (ভোকেশনাল/ টিটিসি)সহ কমপক্ষে তিন বছরের অনুরূপ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : টিএমজি-৩ (অটোমোবাইল)।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : সরকার অনুমোদিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অটোমোবাইল ট্রেডে এসএসসি (ভোকেশনাল/ টিটিসি)সহ কমপক্ষে তিন বছরের অনুরূপ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : শিক্ষানবিশ কারিগর (মেশিন টুলস অপারেটর/ টার্নার)।
পদের সংখ্যা : ১২টি।
আবেদনের যোগ্যতা : সরকার অনুমোদিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হতে মেশিন টুলস অপারেশন/ টার্নার ট্রেডে এসএসসি (ভোকেশনাল/ টিটিসি)। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : শিক্ষানবিশ কারিগর (জেনারেল মেকানিক্স)।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : সরকার অনুমোদিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হতে জেনারেল মেকানিক্স ট্রেডে এসএসসি (ভোকেশনাল/ টিটিসি)। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : শিক্ষানবিশ কারিগর (অটোমোবাইল)।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : সরকার অনুমোদিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অটোমোবাইল ট্রেডে এসএসসি (ভোকেশনাল/টিটিসি)। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : সাহায্যকারী।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান, তবে কারিগরি জ্ঞানসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
বয়সসীমা : প্রার্থীদের বয়স ২৮ জুন ২০১৮ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ : মহাপরিচালক, বিটাক, ১১৬ (খ), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ বরাবরে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে (নির্ধারিত ফরম বিটাক-এর ওয়েবসাইট িি.িনরঃধপ.মড়া.নফ-তে পাওয়া যাবে)।
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ২৮ জুন ২০১৮ তারিখের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : আবেদনপত্র সচিব, বিটাক, ১১৬ (খ), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে : সকল শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতার মূল সনদপত্রের ফটোকপি (সত্যায়িত); নাগরিকত্বের মূল সনদের ফটোকপি (সত্যায়িত); প্রার্থীর পিতামাতা মুক্তিযোদ্ধা হলে প্রমাণস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র/ সাময়িক সনদপত্রের ফটোকপি (সত্যায়িত); মুক্তিযোদ্ধার নাতি-নাতনী প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের (যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে) ফটোকপি (সত্যায়িত); এতিম, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি (সত্যায়িত); প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি; আবেদনের সাথে ‘মহাপরিচালক, বিটাক, ১১৬ (খ), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এর অনুকূলে ক্রমিক নং ১-এ বর্ণিত পদের জন্য ৬০০ টাকা এবং ক্রমিক নং ২ থেকে ৮ নম্বর পর্যন্ত বর্ণিত পদের জন্য ৪০০ টাকা এবং ক্রমিক নং ৯-এ বর্ণিত পদের জন্য ৩০০ টাকা মূল্যের ডিডি অথবা পে-অর্ডার জমা দিতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের সাথে আবেদনকারীর বর্তমান ঠিকানা লিখিত (যে ঠিকানায় পত্রালাপ করা হবে) ২৩ সে.মি. দ্ধ ১১ সে.মি. মাপের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। ফেরত খামে ৮ টাকা মূল্যমানের ডাকটিকিট লাগানো থাকতে হবে।


আরো সংবাদ



premium cement